বিসমিল্লাহ শরীফ লিখতে ১৯ টা অক্ষর লাগে অনুরূপভাবে পাক-পাঞ্জাতন পাকের নাম লিখতেও ১৯টা অক্ষর লাগে।
Автор: Maulana Muhammad Manjurul Islam Quaderi
Загружено: 2020-03-25
Просмотров: 1475
By Moulana Md Manjurul Islam Quaderi
বিসমিল্লাহির রহমানির রাহিম লিখতে ১৯ টা অক্ষর লাগে অনুরূপভাবে পাক-পাঞ্জাতন পাক হযরত নবী পাক (সাঃ) মাওলা আলী (আঃ) মা ফাতেমা (সাঃআঃ) ইমাম হাসান (আঃ) ও ইমাম হুসাইন আলাইহিসালাম এর নাম মুবারক লিখতেও ১৯টা অক্ষর লাগে।
বিসমিল্লাহির নীচের নুকতা ও মাওলা আলী (আঃ) ।
ইবনে আব্বাস (রা:) হতে বর্ণিত ,
একদিন ইবনে আব্বাস মাওলা আলী (আঃ) এর কাছে কোরআনের তাফসির শুনতে বসলেন ।
বর্ণনা করতে করতে রাত পেরিয়ে সকাল হয়ে গেল । কিন্ত শেষ হল না । তখন ইবনে আব্বাস ইমাম আলী (আঃ) কে বললেন , তাফসির তো এখনও শেষ হল না ।
আলী (আঃ) বললেন , তাহলে শুনে নাও ,
পুরো পৃথিবীর জ্ঞান কোরআনে আছে ,
আর সমস্ত কোরআনের জ্ঞান সূরা ইয়াসীনে আছে ,
সূরা ইয়াসীনের জ্ঞান সূরা ফাতেহা তে আছে ,
সূরা ফাতেহা এর জ্ঞান বিসমিল্লাহির রাহমানির রাহীম এর মধ্যে আছে , আর বিসমিল্লাহির রাহমানির রাহীম এর জ্ঞান বিসমিল্লাহ এর বা ঐই বা এর নীচের নুকতা তে আছে , আর ঐ বা এর নীচের নুকতা হলাম - আমি আলী ইবনে আবু তালিব (আলাইহিসসালাম)।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: