রাজবাড়ীতে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
Автор: News BD MM
Загружено: 2025-09-21
Просмотров: 20
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা বাজারে অর্চনা রানী সেন ও পিতিস কুমার সেন সহ পরিবারের সদস্যরা উদ্দেশ্য প্রণীত হয়ে, ভিত্তিহীন মিথ্যা তথ্য দিয়ে শামু মন্ডল, উজ্জল মিয়া, মহিউদ্দিন শেখদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
২১শে সেপ্টেম্বর রবিবার দুপুরে সিংগা বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন আয়োজন করেন শামু মন্ডল, উজ্জল মিয়া, মহিউদ্দিন শেখ।
শামু মন্ডল অভিযোগ করে বলেন নগদ টাকায় জমি ক্রয় করা সত্ত্বেও ষড়যন্ত্রমূলক আমাদের বিরুদ্ধে একাধিক মামলা সহ মিথ্যা সংবাদ সম্মেলন করে আমাদেরকে হয়রানি সহ মানহানি করা হচ্ছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি জানাই।
মহিউদ্দিন বলেন ক্রয়কৃত জমির অর্থ লেনদেনের সকল প্রকারের প্রমান রয়েছে। জমি ক্রয় কৃত ব্যক্তিরা সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়রানি মূলক মামলা থেকে পরিত্রান চাই । এসময় তারা ব্যাংকে জমা দেওয়া টাকার স্লিপ এবং টাকা দেওয়ার ভিডিও দেখান।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শামু মণ্ডল, মোঃ শামসুল আলম , মহিউদ্দিন শেখ, উজ্জ্বল মিয়া সহ এলাকাবাসী।
#news_bd_mm #rajbari #বাংলাদেশ #রাজবাড়ী #সংবাদ #সংবাদ_সমাবেশ#সংবাদসম্মেলন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: