আমার দেহখান । Amar Dehokhan । Odd Signature । Lyrics Video । Bangla Lyrics Zone ।
Автор: Bangla Lyrics Zone
Загружено: 18 авг. 2023 г.
Просмотров: 745 752 просмотра
Song: Amar Dehokhan
Composition: Odd Signature
Vocal: Ahasan Tanvir Pial
Lyrics and Tune : Moontasir Rakib
Official Amar Dehokhan song: • Amar Dehokhan - Odd Signature (Official)
Song Lyrics In Bengali :
একা বসে তুমি
দেখছো কি একই আকাশ?
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা।
মেঘে ঢাকা তারার আলো
দেখে থাকো তুমি, দেখো ভালো
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়।
একা বসে তুমি
দেখছো কি একই আকাশ?
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা।
মেঘে ঢাকা তারার আলো
দেখে থাকো তুমি, দেখো ভালো
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়।
সেই দিনে,
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবে না সেই গল্পকার,
দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।
আমার দেহখান,
নিও না শ্মশান, এমনিতেও পুড়ে গেছি।
আমার সব স্মৃতি,
ভুলো না তোমরা, যা ফেলে গেছি।
দেহ পাশে কেউ কেঁদো না
গল্পগুলো রেখো অজানা
গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প।
যাতে লিখা হাজার কষ্ট
নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ
যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন।
দেহ পাশে কেউ কেঁদো না,
গল্পগুলো রেখো অজানা,
গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প।
যাতে লিখা হাজার কষ্ট,
নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ,
যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন।
সেই দিনে,
এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে
খুঁজে পাবে না সেই গল্পকার,
দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে
শুনতে পাবে মৃত মানুষের চিৎকার।
আমার দেহখান,
নিও না শ্মশান, এমনিতেও পুড়ে গেছি
আমার সব স্মৃতি ভুলো না তোমরা
যা ফেলে গেছি।
আমার দেহখান,
নিও না শ্মশান, এমনিতেও পুড়ে গেছি।
আমার সব স্মৃতি,
ভুলো না তোমরা, যা ফেলে গেছি।
#oddsignature #banglalyriczone #banglalyric
Keep Support and Stay With Us'🌻

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: