কাজী মশিউর রহমান রাজীব: শিক্ষকতার ভেতরে বাহিরে ।। কাজী অরুণিম রহমান
Автор: বাংলাদেশ দর্শন সংঘ
Загружено: 2025-12-26
Просмотров: 2
২০২১ সালের ১৩ অক্টোবর, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মসিউর রহমান রাজীব। শিক্ষকতা করতেন ইংরেজি বিভাগে। বয়সে ছিলেন তরুণ কিন্তু প্রাণোদ্দীপ্ত। বাংলাদেশের বিউপনিবেশায়ন তত্ত্বচিন্তায় বেশ সক্রিয় একজন একাডেমিশিয়ান। প্রকৃতি ও পরিবেশগত সচেতনতার দিকে লক্ষ্য রেখে, বৈশ্বিক উন্নয়নভাবনায় ঔপনিবেশিকতার প্রভাব চিহ্নিত করে বিউপনিবেশিক জায়গা থেকে তার সমালোচনায় বেশ আগ্রহী ছিলেন তিনি। উদ্বুদ্ধ করেছে সহকর্মী ও শিক্ষার্থীদের। রেখে গেছেন বেশ কিছু প্রবন্ধ, অনুবাদ ও বক্তৃতা। তার মৃত্যুর পর প্রকাশিত হয় অনুবাদগ্রন্থ “সুখের অর্থনীতি“। পুঁজিবাদ ও বিশ্বায়ন কীভাবে গোটা পৃথিবীকে কেন্দ্র ও প্রান্তে বিভাজন করে সমস্ত সম্পদ পুঞ্জিভূত করেছে কেন্দ্রে আর ধ্বংস করেছে স্থানিক জ্ঞান ও ঐতিহ্যকে তারই বিস্তারিত পর্যালোচনা আছে বইটিতে। কাজী মসিউর রহমানের নিজস্ব চিন্তা ও জ্ঞানতাত্ত্বিক আগ্রহের জায়গা এর থেকে স্পষ্ট হয়। তার চিন্তার কেন্দ্রে বরাবরই ছিল প্রান্তিক মানুষ ও লোকায়ত জ্ঞানের কথা। সেই চিন্তার প্রসার ঘটাতেই প্রাতিষ্ঠানিক বিদ্যায়তনিক জ্ঞানচর্চার পাশাপাশি তিনি নিজ বিশ্ববিদ্যালয়ে গড়ে তুলেছিলেন 'অনুরণন' ও 'প্রকৃতিবীক্ষণ' নামক সংগঠন, নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছিলেন 'চেরাগ' নামে একটি গ্রন্থাগার। বাংলাদেশের মতো দেশে যেখানে ক্রিটিকেল জ্ঞানচর্চা ও বিউপনিবেশিক চিন্তার মানুষ বেশ অপ্রতুল সেখানে উনার আকস্মিক মৃত্যু নিঃসন্দেহে একটি বড় ক্ষতি। তাই, কাজী মসিউর রহমান স্মরণে বিউপনিবেশায়ন ভবচক্র আয়োজন করতে যাচ্ছে “কাজী মসিউর রহমান: শিক্ষকতার ভেতরে-বাইরে“ শিরোনামে অনলাইন আলোচনা। এখানে কাজী মসিউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ ও তার চিন্তাচর্চার নানা দিক নিয়ে আলোচনা করবেন উনার শিক্ষার্থী ও সহকর্মীগণ। আলোচনায় থাকছেন:
আঁখি আক্তার
সাবেক শিক্ষার্থী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মনিরা ইয়াসমিন
সাবেক শিক্ষার্থী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাজী অরুণিম রহমান
শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়
হাবিবুর রহমান
শিক্ষক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সুকান্ত বিশ্বাস
শিক্ষক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আরাফাত রহমান
শিক্ষক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শহিদুল ইসলাম
সাবেক অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়
সৈয়দ নিজার
শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: