তরুণ যুবকরা কেন নামাজ পড়ছেন না? গুনাহের কারণে নামাজে মন বসে না? এক ভয়ঙ্কর বাস্তবতা!
Автор: AM Powerful Reminder
Загружено: 2025-12-03
Просмотров: 267
র্তমান সময়ের এক করুণ দৃশ্য—মসজিদগুলো আজ মুসল্লি শূন্য। জোহর বা আসরের সময় গিয়ে দেখবেন কেবল ইমাম সাহেব আর কয়েকজন বয়স্ক মুরুব্বি। কিন্তু আমাদের তরুণ সমাজ কোথায়? যাদের বয়স ১৫ থেকে ৩০, তারা আজ মসজিদ বিমুখ।
কেন আমরা নামাজ পড়ছি না? এর কারণ কি শুধুই অলসতা, নাকি আমরা বিশ্বাসই হারিয়ে ফেলেছি? অনেকে ভাবেন, "এত পাপ করি, নামাজ পড়ে লাভ কি?" মনে রাখবেন, এটা শয়তানের ধোঁকা।
আল্লাহ তা'আলা কুরআনে এমন এক 'অপদার্থ' প্রজন্মের কথা বলেছেন যারা নামাজ নষ্ট করবে এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করবে। আমরা কি সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি?
এই ভিডিওতে আমরা আলোচনা করেছি: ✅ কেন যুবকরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছে? ✅ নামাজ না পড়ার পেছনে আসল মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক কারণ। ✅ সূরা আল-ক্বিয়ামাহ ও সূরা মারইয়ামের সেই ভয়ঙ্কর সতর্কবাণী। ✅ কীভাবে গুনাহের শিকল ছিঁড়ে আবার নামাজে ফিরে আসা যায়।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই কথাগুলোই আপনার জীবন বদলে দিতে পারে। ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইকেও সতর্ক করার সুযোগ করে দিন।
কুরআনের রেফারেন্সসমূহ: ১. সূরা আল-ক্বিয়ামাহ: আয়াত ৩১-৩৩ ২. সূরা মারইয়াম: আয়াত ৫৯
#Islam #Namaz #Salah #MuslimYouth #DeathRemembrance #BanglaWaz #IslamicMotivation #Prayer #Bangladesh
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: