বাড়ি ভারতে, জুমা ও ঈদের নামাজ পড়েন বাংলাদেশে | দৌলতপুর | BP Digital | Bangladesh Pratidin
Автор: Bangladesh Pratidin
Загружено: 2023-05-31
Просмотров: 4760
যশোর শহর থেকে পশ্চিমে চৌগাছা উপজেলা সদর ছাড়িয়ে ৪০ কিলোমিটার গেলেই সুখপুকুরিয়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম দৌলতপুর। ভারতের কাটাতারের বেড়ার কাছাকাছি রয়েছে এই গ্রামেরই একটি জনবসতি । ব্রিটিশ আমল থেকেই এখানে এই জনবসতি গড়ে ওঠে। গ্রামের এই অংশটিকে উপর থেকে দেখলে আসলে একটি পাড়া বলেই মনে হয়। কিন্তু এর মাঝ দিয়ে চলে যাওয়া অদৃশ্য এক সীমানারেখা পাড়াটিকে দুভাগ করে রেখেছে।
১৯৪৭ সালে দেশভাগের সময় এই গ্রামেরই বড় একটি অংশ পড়ে বাংলাদেশের দৌলতপুর মৌজায়। আর সাতটি পরিবারের ঘরবাড়ি কেটে চলে যায় ভারতের পশ্চিমবঙ্গের বাগদা থানার মামা-ভাগ্নে মৌজায়। ৯০-এর দশকে এই সীমান্তে ভারত যখন কাটাতারের বেড়া দেয়, ভারতীয় অংশে পড়া সেই সাতটি পরিবার কাটাতারের এপাশে থেকে যায়। তাতে ভৌগলিকভাবে কিছুটা সমস্যার মধ্যে পড়ে যায়/ভারতীয় পরিবারগুলো। তবে ধর্ম, ভাষা ও সংস্কৃতির মিল থাকায় তাদের কাছে এখন সে সমস্যা খুব একটা বড় সমস্যা বলে মনে হয়না। তখনকার সেই সাতটি পরিবার বেড়ে এখন ৪০-এ দাঁড়িয়েছে। ভারতীয় পাড়াটি স্থানীয়ভাবে ইন্ডিয়ান পাড়া নামে পরিচিত।
#bpdigital #jessore #india #border
BP Digital. Bangladesh Pratidin
address:
371/A Block-D, Bashundhara R/A 1229 Dhaka, Dhaka Division, Bangladesh
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: