বিরল সার্জারি: পেট থেকে ১৮ কেজি মল বের করলেন ডা. জওহর লাল সিংহ
Автор: Dr. Jawhar Lal Singha
Загружено: 2025-08-31
Просмотров: 86
মাসে একবারের বেশি মলত্যাগ করতেন না সাভারের ওই কৃষক। সোমবার অস্ত্রোপচার করে ওই মল অপসারণ করা হয়। বেলাল হোসেনের খাওয়াদাওয়া, কাজকর্ম সবই চলত স্বাভাবিক নিয়মে। ওজন, গড়নও ছিল স্বাভাবিক। তবে মাসে একবারের বেশি মলত্যাগ করতে পারতেন না ৩৫ বছর বয়সী এই কৃষক। ধীরে ধীরে তাঁর পেট বড় হয়ে যাচ্ছিল। তাতে কিছুটা অস্বস্তি হতো। এ সমস্যা নিয়ে সাভারের বলিয়ারপুরের এই বাসিন্দা গত ২৩ জুন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা- নিরীক্ষা শেষে গত সোমবার তাঁর অস্ত্রোপচার করা হয়। চার ঘণ্টাব্যপী অস্ত্রোপচারে তাঁর পেট থেকে ১৮ কেজি মল অপসারণ করা হয়। চিকিৎসকের ভাষায়, বেলাল হোসেন শর্ট সেগমেন্ট হার্শপ্রাংস রোগে আক্রান্ত ছিলেন, যার ফলে তিনি স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারতেন না। মল আর তাঁর পেট ফুলে যাচ্ছিল যা তলপেট থেকে বুকের খাঁচা পর্যন্ত বিস্তৃত ছিল। বেলালের এই অপারেশন করেছেন জওহর লাল সিংহ। তিনি বলেন, বেলাল হোসেনের মলদ্বারের ওপরের অংশে গ্যাংগ্লিয়ন কোষ জন্মগতভাবে অনুপস্থিত। ফলে তিনি স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারতেন না। এ ধরনের রোগীদের শিশু বয়সে অস্ত্রোপচারের মাধ্যমে মলত্যাগের জন্য বিকল্প পথ করে দেওয়া হয়। এ সমস্যা নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকার ঘটনাকে অস্বাভাবিক বলেন তিনি। এ ধরনের অস্ত্রোপচারের ঘটনা বিরল উল্লেখ করে জওহর লাল সিংহ আরও বলেন, অস্ত্রোপচার করে মল বের করে দেওয়ার পাশাপাশি রোগীর ক্ষুদ্রান্ত্রের নিচের অংশ থেকে ইলিওস্টমির মাধ্যমে পায়খানার বিকল্প পথ করে দেওয়া হয়েছে। বেলাল হোসেন এখন পোস্ট অপারেটিভ কেয়ারে আছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, বেলাল হোসেন বিছানায় শুয়ে আছেন। স্যালাইন চলছে। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, পেটের মধ্যে যে অস্বস্তি ছিল, সেটা কেটে গেছে। পেটের দিকে তাকিয়ে বলেন, 'কত বড় পেট ছিল, এখন তো খুঁজেই পাওয়া যাচ্ছে না।' চিকিৎসকের কক্ষে বসে কথা হয় বেলাল হোসেনের স্ত্রী ঝরনা বেগমের সঙ্গে। ৩০ বছর বয়সী এই নারী জানান, ২০০৫ সালে তাঁদের বিয়ে হয়। দুই ছেলে তাঁদের। বিয়ের বছর দুই পর থেকে ধীরে ধীরে স্বামীর পেট বড় হতে থাকে। তিনি স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করতে পারতেন। বেলাল হোসেন প্রায়ই স্ত্রীকে বলতেন, 'এই যে এত খাওয়াদাওয়া করি, তা যায় কই। পায়খানা তো হয় না।' এটা যত না শারীরিক, তার চেয়ে বেশি ছিল মানসিক। বছর যায়, বেলাল হোসেনের পেটের আকার বড় হয়। বছর দুই ধরে সমস্যা বাড়তে শুরু করে। গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ খেতেন। স্থানীয় ক্লিনিকেও চিকিৎসা করিয়েছেন। পরে গত মাসে স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে এখানে ভর্তি হন।
In 2019, at Shaheed Suhrawardy Medical College Hospital, Dhaka, a rare surgery led by Dr. Jawhar Lal Singh successfully removed 18 kg of hardened stool from a patient’s abdomen. This video shares the real patient story, operation footage, and newspaper coverage.
📞 Contact: +8801329740189
🌐 Website: https://kgcrc.health
Background Music From:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Music: Flow of Creativity by Bjorn Lynne
https://bit.ly/3WJqNC3
Video Link: • Bjorn Lynne - Flow of Creativity (Upliftin...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: