মাএ ৫০০ টাকায় ভোলার চর কুকরি মুকরি ঘুরে আসতে পারেন
Автор: Sarparaz Ahammed Hridoy
Загружено: 2025-03-01
Просмотров: 126
চর কুকরি মুকরির বেস্ট মেমরি পেতে হলে নারিকেল বাগানে ক্যাম্পিং এর বিকল্প নেই। আর নারিকেল বাগানে যাওয়ার আগেই পড়বে এই জঙ্গল। এটার ভেতর দিয়ে হেটে আসতে হবে আরেকটি খালের মুখে। জঙ্গলের ভেতর দিয়ে আসার রাস্তাটা চমৎকার ছিল। কিন্তু এখন ডাকাতিয়া খাল থেকে জঙ্গলের মাঝ দিয়ে রাস্তা করা হচ্ছে। ১০-১৫ মিনিটে জঙ্গল পার হলেই কুকরির ওয়াচ টাওয়ার। অবশ্যই ওয়াচ টাওয়ারের উপরে উঠবেন। তা না হলে অনেক কিছুই মিস করবেন। এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়।
ওয়াচ টাওয়ার থেকে নেমে আরেকটি ছোট খাল পাড় হতে হবে। ভাড়া নিবে ১০টাকা। খাল পার হয়ে ৫ মিনিট হাটলেই নারিকলে বাগান ক্যাম্পিং সাইট। আর আসার সময় ইকো পার্ক থেকেও ঘুরে আসতে পারেন।
আগে নিজের দেশকে জানুন। নিজ দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানুন। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন। সময়মতো নামাজ আদায় করুন।।
#চরকুকরিমুকরি #চরফ্যাশন #ভোলা #নারিকেলবাগান #ওয়াচটাওয়ার #ভ্রমণগাইড #৪৯৫উপজেলা #৬৪জেলা #সমগ্রবাংলাদেশ #chorkukrimukri #Chorfashion #bhola #narikelbagan #watchtower #canal #tourguide #495upazilla #64district #AllBangladesh
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: