আমি রাত জাগিয়া তোমায় নিয়ে লিখি আজও গান II Rat Jagiyai Singer Sumon Pakhi
Автор: Coke music
Загружено: 2023-06-04
Просмотров: 127530
আমি রাত জাগিয়া তোমায় নিয়ে লিখি আজও গান II Rat Jagiyai Singer Sumon Pakhi @cokemusicoriginal
#music #musicvideo #singer
আমি রাত জাগিয়া তোমায় নিয়ে লিখি আজো গান
আগের মত তোমার পতি কিসের এতো টান ।।
আমার সোনা পাখি আমার প্রান পাখি
তোরে রাখি বুকের ভিতর আদরের পাখি ।।
তোমার সাথে হয়তো কথা সানবাধানো ঘাটে
প্রাণ ভইরা কইতাম কথা জোসনা ভরা রাইতে ।।
এখন তো আর আগের মত আশা বাধি না
তুমি ছাড়া এই জীবনে সুখ পাইনা ।।
দিয়া ছিলা কথা তুমি যাইবা নাগো ছাড়ি
আমায় ছেড়ে কেমনে দিলা নতুন জীবন পাড়ি ।।
এখন তো আর আগের মত আশা বাধি না
তুমি ছাড়া এই জীবনে সুখ পাইনা ।।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: