ইমরান এইস সরকার! Imran H Sharkar! Politics & History
Автор: Politics & History
Загружено: 2024-09-24
Просмотров: 90
"এতো আশা দেখিয়ে কোথায় হারালো গণজাগরণ মঞ্চ, কোথায় হারালেন ইমরান এইচ সরকার’-এই প্রশ্ন এখন সাধারণ মানুষসহ সংস্কৃতিকর্মীদের মনে। ‘গণজাগরণ মঞ্চ কী আর কখনও জাগরণ ঘটাবে? মানুষের পাশে দাঁড়াবে?’ এমন প্রশ্ন গণজাগরণ মঞ্চ সংশ্লিষ্ট কর্মীদেরও।
গণজাগরণ মঞ্চ সংশ্লিষ্টরা বলছেন, ‘মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার ঢাকাতেই আছেন। ধানমন্ডির বাসায়ই বেশিরভাগ সময় কাটান। হাতেগোণা কয়েকজনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়। তাই কারও ফোনও তেমন একটা রিসিভ করেন না। নিতান্ত প্রয়োজন না হলে বাসার বাইরে বের হন না। তবে অনলাইনে অ্যাকটিভ থাকলেও কারো কোনো বার্তার জবাব দেন না।’
তাদের ভাষ্য, গণজাগরণ মঞ্চ একটি গণ আন্দোলন ছিল। একটি আবেগ ছিল। গড়ে উঠেছিলো সময়ের প্রয়োজনে। সেই মঞ্চের বাস্তবতা এখন আর নেই। আবার কখনও এই নামেই কোন বড় ইস্যুতে আন্দোলন গড়ে উঠবে কী না- তাও নিশ্চিত নয়। তবে গণজাগরন মঞ্চের ব্যানারে নতুন কোনো আন্দোলনের কথা ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বেশ কয়েকজন সংগঠক।
তারা বলছেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লা ইস্যুতে তৈরি হয়েছিল গণজাগরণ মঞ্চ। সেই ইস্যু এখন নেই। তাই মঞ্চেরও কার্যক্রম নেই। এছাড়া অভ্যন্তরীণ বিশ্বাসের ঘাটতি, সংগঠকদের নিজনিজ রাজনৈতিক উদ্দেশ্যে মঞ্চের কার্যক্রম চালানোর চেষ্টাসহ বেশ কয়েকটি কারণে বেশকিছুদিন আগেই দ্বিধাবিভক্ত হয়ে যায় মঞ্চ। সেই থেকেই স্থবির মঞ্চের কার্যক্রম। আবার এর একটি অংশ ‘নিপীড়ণের বিরুদ্ধে শাহবাগ’ নামের সংগঠন গড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
এ বিষয়ে গণজাগরণ মঞ্চের সেই ‘স্লোগানকন্যা’ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য লাকি আক্তার ঢাকা টাইমসকে বলেন, ‘মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, বিশিষ্ট ব্যক্তি ও অধকিারকর্মীরা যুক্ত ছিলো- এখন তারা নেই। আমরাও কোনো কর্মসূচি দেই না। তাই যে যার কাজের ধারার মধ্যে আছে।
ইমরান মূলত সে সময়ে নাস্তিক দের নিয়ে এই আন্দোলন গড়ে তুলেছিল! যারা ইসলাম বিরোধী এবং আলেম বিরোধী তারাই এই আন্দোলন এ যোগদান করেছিলো!
এখন ইমরান সহ তাদের সাঙ্গোপাঙ্গ রা পলাতক!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: