Bhaloi Jodi Chas Oremon Bhaloi Jodi Chas || ভালই যদি চাস্ ওরে মন ভালই যদি চাস্
Автор: তাঁর পথে-Tar Pathe
Загружено: 2025-11-18
Просмотров: 20
সৎসঙ্গ-ঢাকা বিশ্ববিদ্যালয় এর নিত্য উপাসনায় কীর্তন...
Bhaloi Jodi Chas Oremon Bhaloi Jodi Chas || ভালই যদি চাস্ ওরে মন ___ ভালই যদি চাস্
© (Lyrics):--
ভালই যদি চাস্, ওরে মন
ভালই যদি চাস্ ।।
সবার ভালো করেন যেজন,
তাঁরেই ভালোবাস ।।
ভালই যদি চাস্, ওরে মন
ভালই যদি চাস্ ।।
সবার ভালো করেন যেজন,
তাঁরেই ভালোবাস ।।
সকল কর্মে সব সাধনে,
সকল চিন্তা আচরণে ।।
থাক্ তাঁহারি চরণ ধ্যানে,
ঘুচিয়ে অবিশ্বাস ।।
সবার ভালো করেন যেজন, তাঁরেই ভালোবাস।।
তাঁকে ভালোবাসলে পরে,
ভূবন হবে আপন ওরে ।।
ভালো করায় ,
ভালো করায় জাগবে ভালো
যাবে হিংসা ত্রাস্।।
সবার ভালো করেন যেজন, তাঁরেই ভালোবাস।।
তিনি ছাড়া আর কে ওরে,
ভালোবাসায় পূর্ণ করে ।।
সদাই প্রেমে রাখেন ভরে,
তাড়ান সর্বনাশ ।।
তাড়ান সর্বনাশ
সবার ভালো করেন যেজন, তাঁরেই ভালোবাস।।
তাই বলি মন হরি,
চলনা তাঁহার চরণ ধরি ।।
সার্থকতায় উঠবি ভরে,
মরণ হবে নাশ।।
সার্থকতায় উঠবি ভরে,
মরণ হবে নাশ।।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: