চায়না কিছুই এজীবনে শুধু তোমায় চায় হোসাইন - New Nohay 2025-26 - Domonpur
Автор: Mosaraf Ali Official
Загружено: 2025-07-06
Просмотров: 7695
চায়না কিছুই এই জীবনে শুধু তোমায় চায় হোসাইন
গলা কেটে দিলেও আমি বলবো জিন্দাবাদ হোসাইন।
লেখক - মীর মোসারফ আলী
ডোমনপুর - বোলপুর - বীরভূম।
lyrics - চায়না কিছুই এ জীবনে শুধু তোমায় চায় হোসাইন
গলা কেটে দিলেও আমি বলবো জিন্দাবাদ হোসাইন
জান্নাতের চেয়েও দামি তুমি তো মওলা হোসাইন
১.আমাদেরই জন্য তুমি সবকিছু লুটিয়েছো
হক বাতিলের পার্থক্য বুঝিয়ে দিয়ে গিয়েছো
দ্বীনেরই ত্বরে তুমি কতনা কষ্ট সয়েছো
রক্ত দিয়ে তুমি ইসলামকে রক্ষা করেছো
তাই,, যুগে যুগে সবার মুখে শুধু তোমার নাম হোসাইন
২.তোমাকে না বাসলে ভালো নবীকে না পাওয়া যায়
নবীকে না পাওয়া গেলে সবই আমল বৃথা হয়
হতে যদি পারে কেও তোমারই গোলাম হায়
আখিরাতে পুলসিরাতে থাকবেনা তার কোনো ভয়
আল্লাহপাক তোমার হাতে বেহশতকে তুলে দেন
৩.ইয়া হোসাইন ধ্বনিতে কাঁপবে জমিন আসমান
বুঝিয়ে দেব আমরা হোসাইন আমাদের জান
হোসাইনী ঝান্ডা থাকবে হাতে সবার
এই পৃথিবীর কেউ নয় তুমি মোদের সর্দার
তোমারই করুণা ছাড়া পাবেনা কেউ পরিত্রান
তোমাকে যে চিনলো না সে তো বড়ই নাদান
কবরেতে গেলে সবাই বুঝবে কে ইমাম হোসাইন
৪.পাঞ্জাতনকে ভালো না বাসিলে তবে কী হবে
রোজা নামাজ করলেই আল্লাহপাক জান্নাত দেবে
তবে সবকিছুর বিনিময়ে আল্লাহ কী চেয়েছে ভাই
আল্লাহ বলে শুধু পাঞ্জাতনেরই ভালোবাসা চায়
হোসাইনের অসিলাতে আল্লাহ মোদের জান্নাত দেবেন..
৫.তুমি যদি হয়ে যাও হোসাইনের একবার
এই পৃথিবী তোমার হবে জান্নাতও হবে তোমার
যদিও বা তুমি ভাই হয়ে থাকো বেইমান
আল্লাহ রাসুল সবই পাবে ধরো হোসাইনের দামান
জান্নাতে গিয়েও সবাই জপবো তোমার নাম হোসাইন
বিশেষ নির্দেশনা - যদি আমার লেখা কোনো মর্শিয়া পাঠ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন অথবা আমার নিজেরই কোনো ভিডিও আপলোড দেন তাহলে অতি অবশ্যই ভিডিওর টাইটেলে ডোমনপুর নাম লেখা বাধ্যতামূলক।।
#চায়নাকিছুইএইজীবনে
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: