বিরুলিয়া টু দিয়াবাড়ি | Vlog 42 | Global Prince
Автор: Global Prince
Загружено: 2021-02-26
Просмотров: 1404
বিরুলিয়া টু দিয়াবাড়ি | Vlog 42 | Global প্রিঞ্চে
বিরুলিয়া ইউনিয়ন ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার অধীন সাভার মডেল থানার একটি ইউনিয়ন। ইউনিয়নটির আয়তন ৩০.১৪ বর্গ কিলোমিটার। ইউনিয়নের আকরান এলাকায় বিরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত।
দেশ বাংলাদেশবিভাগঢাকা বিভাগজেলাঢাকা জেলাউপজেলাসাভার উপজেলা আয়তন • মোট৩০.১৪ বর্গকিমি (১১.৬৪ বর্গমাইল)সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
দিয়াবাড়ি (Diabari) রাজধানী ঢাকার উত্তরা ১৫ নম্বর সেক্টরে অবস্থিত একটি সুপরিচিত স্থানের নাম। নদীর পরশমাখা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এক অপার্থিব শুভ্রতায় মনকে ভরিয়ে দিতে দিয়াবাড়ির জুড়ি নেই। আর শরৎকালে রাজধানী ঢাকায় কাশবনের মুগ্ধতায় বুঁদ হতে চাইলে দ্বিধাহীন চিত্তে চলে আসুন এখানে। দৃষ্টিজুড়ে কাশফুলের কোমল শুভ্রতা আর দিগন্তে ঝুলে থাকা শেষ বিকেলের সূর্য্য ভুলিয়ে দেবে নাগরিক জীবনের কর্ম ব্যস্ততার সকল অবসাদ।
বিশাল বটগাছ দিয়াবাড়ির সৌন্দর্যে যোগ করেছে এক ভিন্নমাত্রা। হরহামেশাই দর্শনীয় এই বটবৃক্ষের ছায়ায় নাটকের দৃশ্য চিত্রায়িত হচ্ছে। দুপাশে রাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকা বটগাছের ছায়াময় এই জায়গাটি এখন ‘দিয়াবাড়ি বটতলা’ নামে পরিচিটি লাভ করেছে। ভাগ্যে থাকলে পছন্দের কোন তারকার অটোগ্রাফ নেয়ার সুযোগও পেয়ে যেতে পারেন এই দিয়াবাড়িতে!
সবুজে মোড়া দিয়াবাড়ির কাছে আছে তুরাগ নদী হতে সৃষ্টি হাওয়া একটি শাখা নদী। বর্তমানে মৃত এই শাখা নদীকে সংস্কার করে লেকের রূপ দেয়া হয়েছে। সৌন্দর্য বৃদ্ধির জন্য লেকের পাড় বাধিয়ে একটি নান্দনিক সেতু নির্মাণ করা হয়েছে। প্রিয়মানুষকে নিয়ে লেকের জলে নৌকায় ভেসে, প্রাণবন্ত আড্ডা-গানে মুখর হয়ে কিংবা জেলেদের মাছ ধরার ব্যস্ততা দেখে দেখে জীবন খাতায় জমিয়ে নিতে পারেন দারুণ কিছু মুহুর্ত।
কিভাবে যাবেন
দিয়াবাড়ি যেতে চাইলে ঢাকার যেকোন প্রান্ত হতে উত্তরা রুটে চলাচলকারী বাসে হাউজ বিল্ডিং চলে আসুন। হাউজ বিল্ডিংয়ের অবস্থিত নর্থ টাওয়ার বা মাসকট প্লাজার সামনে দিয়াবাড়ি যাওয়ার রিক্সা ও লেগুনা পাওয়া যায়। লেগুনায় দিয়ে সরাসরি দিয়াবাড়ি বটতলায় আসা যায়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: