O Gouri | ও গৌরী | Priti Ghosh |
Автор: Priti Ghosh
Загружено: 2025-09-08
Просмотров: 10873
#durgapujasong2025 #bengalifolksong #durgapujasong2025
Times Music Bangla proudly unveils the official release of the much-awaited Durga Puja song for 2025, "O Gouri", beautifully rendered by the soulful voice of Ankita Bhattacharyya. A perfect blend of devotion and modern melody, this track captures the divine essence of Devi Durga while celebrating the cultural vibrance of Bengal’s grandest festival. "O Gouri" stands out with its lyrics, rich musical arrangement, and Ankita’s heartfelt vocals that effortlessly stir spiritual emotions and festive nostalgia alike.
With Durga Puja 2025 just around the corner, "O Gouri" is set to become a favorite on every Durga pujo playlist, resonating deeply with both young listeners and traditional devotees. Don’t miss out on this new Bengali folk song that pays homage to Goddess Durga in a contemporary yet rooted style. Stream now on all major platforms and let the rhythm of "O Gouri" usher in the festive spirit.
#ogouri #ankitabhattacharyya #durgapujasong2025 #durgapuja2025 #durgapujosong #durgapujasong #bengalifolksong #timesmusicbangla
O GOURI Audio Credits :
Singer - Ankita Bhattacharjee
Music Director - Mak Mallar
Lyrics - Anupam Aich
Music Arrangement - Mak Mallar
Rhythm Design and Arrangement - Biman Roy
Additional Arrangement - Neerajan saha
Strokes - Amit Sur
Dhak - Mallar karmakar , Biman Roy & Ritam
Bangla Dhol , Dubki and other percussion instruments - Ritam Samanta
Guitar - Avik Acharjee
Flute - Raman Singh
Additional Vocals - Mak Mainak , Mallar
Chorus Vocals - Moumita Ghosh , Sanchari Dutta , Debjani Roy , Ritosree Mukherjee
Vocal & Instrument Recorded at - Studio Magik
Recordist - Mak Mainak
Lyrics
ও গৌরী তুই আইছোস নাকি!
বইবার দিমু, খাইবার দিমু পান।
গ্যালো রে,একটা বছর গেছে পুরা,
ভুইল্লা গেলি বাপের বাড়ীর টান।
কাশের বনে মাঠ ভরিচে,
তুলার লাহান মেঘ করিচে।
এইসব দেইখ্যা বুজতে পারি,
এইবার বেডি আইবো বাপের বাড়ি।
ও গৌরী তুই আইছোস নাকি!
বইবার দিমু, খাইবার দিমু পান।
গ্যালো রে,একটা বছর গেছে পুরা,
ভুইল্লা গেলি বাপের বাড়ীর টান।
Verse 2
ঢাক বাজবো, কাঁশি বাজবো
লাগবে মনে ঘোর
মাইয়াডা মোর মণ্ডপে তে বইয়া থাকবো রাত ভোর।
বুড়া বুড়ি, পোলাপানে, ভিড় জমাইছে সব দিক।,
গৌরী আইছে, তাই তো দেখি আলোয় ঝিকিমিক।
গৌরী আহে সিংহ চইড়া,
মহিষাসুর দমাই ধইরা।
এট্টা সাহস, এট্টা দাপট,
ওসুর খাইলো বিডা কইষ্যা চাপট ।
ও গৌরী তুই আইছোস নাকি!
বইবার দিমু, খাইবার দিমু পান।
গ্যালো রে,একটা বছর গেছে পুরা,
ভুইল্লা গেলি বাপের বাড়ীর টান।
ও গৌরী তুই আইছোস নাকি!
বইবার দিমু, খাইবার দিমু পান।
গ্যালো রে,একটা বছর গেছে পুরা,
ভুইল্লা গেলি বাপের বাড়ীর টান।
Verse 3
অষ্টমীতে নৈবিদ্দি, নবমীতে অন্ন,
ভোর থাইক্কা রান্না চাঁপাই মাইয়া তোর জন্য।
ডাকের সাজে, টাইরা , টিকলি, আহা কি তোর রূপ
দশমী আইলে মন টা কান্দে, ঢাকের বাদ্যি হবে চুপ।
যাওয়ার সময় হই এলো তোর,
সিন্দুরে মাইখ্যা আদর।
আসছে বছর মাইয়া আমার,
বাপের ঘরে ফিরে আইবো আবার।
ও গৌরী তুই আইছোস নাকি!
বইবার দিমু, খাইবার দিমু পান।
গ্যালো রে,একটা বছর গেছে পুরা,
ভুইল্লা গেলি বাপের বাড়ীর টান।
ও গৌরী তুই আইছোস নাকি!
বইবার দিমু, খাইবার দিমু পান।
গ্যালো রে,একটা বছর গেছে পুরা,
ভুইল্লা গেলি বাপের বাড়ীর টান।
Mixing & Mastering - Biman Roy
Audio Production : Biocine Production House
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: