দেব দেবী কি সব দিতে পারেন? সত্য জনলে অবাক হবেন! কার কাছে কি বর চাবেন। বিল্বমঙ্গল কৃষ্ণ দাস।
Автор: Sonaton Media Plus সনাতন মিডিয়া প্লাস
Загружено: 2025-12-27
Просмотров: 138
দেব–দেবী কি সত্যিই সব দিতে পারেন? কে কোন বর প্রদান করেন এবং কীভাবে ভক্তরা তাঁদের নিকট প্রার্থনা করেন—এই বিষয়ে অনেক ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে কাজ করে।
এই আলোচনায় প্রবক্তা শ্রী বিল্বমঙ্গল কৃষ্ণ দাস শাস্ত্রসম্মত দৃষ্টিতে ভক্তি, প্রার্থনা ও বরলাভ সম্পর্কে সহজ ভাষায় গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
👉 এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছেঃ
✔ দেব–দেবীর প্রকৃত অবস্থান ও করুণা
✔ কার কাছে কী প্রার্থনা করা উচিত
✔ সঠিক ভক্তির পথ ও মানসিকতা
✔ অন্ধবিশ্বাস নয়, শাস্ত্রের আলোকে সঠিক ধারণা
✔ জীবন গঠনে আধ্যাত্মিকতার ভূমিকা
🔔 ভিডিওটি শিক্ষামূলক ও আধ্যাত্মিক আলোচনা মাত্র।
👉 এখানে কারও বিশ্বাস বা কোনো সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য নেই।
👉 সব মতামত বক্তার ব্যক্তিগত বক্তব্য হিসেবে বিবেচ্য।
যদি ভালো লাগে তবে Like, Comment, Share এবং Subscribe করতে ভুলবেন না।
🙏 ধন্যবাদ 🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: