দাড়ি আর পাঞ্জাবি দেখে হোটেলে ঢুকতে দিলো না ম্যানেজার—কিন্তু সেই সাধারণ ছেলেটি ছিল হোটেল মালিক!
Автор: মন ছুয়ে যায়
Загружено: 2025-12-09
Просмотров: 27970
ধনী হোটেল মালিক রাকিব হোসেন ঐতিহ্যবাহী পাঞ্জাবি ও টুপি পরে সাধারণ চাকরিপ্রার্থী সেজে তার নিজের হোটেলে বৈষম্যের অভিযোগ যাচাই করতে যান। দারোয়ান তাকে আটকায়, রিসেপশনিস্ট সাদিয়া অবহেলা করে এবং ম্যানেজার তাসনিম আহমেদ প্রত্যাখ্যান করেন, দাবি করেন এই পোশাকে লোকদের চাকরি দেওয়া হয় না—এটা নাকি "ম্যানেজমেন্ট পলিসি"। যখন রিজিওনাল ম্যানেজার এসে রাকিবকে চিনে ফেলেন, সত্য প্রকাশ হয়। রাকিব তাসনিমকে চাকরিচ্যুত না করে তিন মাসের সাসপেনশন ও বৈষম্য বিরোধী প্রশিক্ষণ দেন, কোম্পানিব্যাপী বৈষম্য বিরোধী নীতি চালু করেন এবং সত্য বলার সাহসী কর্মচারী করিমকে পদোন্নতি দেন। গল্পের শিক্ষা—মানুষকে চেহারায় নয়, যোগ্যতায় বিচার করুন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: