রাখালরাজা (রিতনজয়) ও ত্রিলোকেশ্বরী এর শুভ বৈদিক বিবাহ।। Vedic Wedding Ritonjoy Trilokesvari
Автор: Riton Joy
Загружено: 2025-11-12
Просмотров: 430
হরে কৃষ্ণ🙏
শ্রী শ্রী রাধা মাধব, গৌর নিতাই, নৃসিংহ দেব, গুরুমহারাজ ও সকল বৈষ্ণবদের ও আত্মীয় স্বজনদের আশীর্বাদে শুরু হয়েছে আমাদের দাম্পত্য জীবন! ১৫ই ডিসেম্বর ২০২৪।
সেই শুভ দিনে, শাস্ত্রীয় রীতি মেনে আমরা বৈদিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। বৈদিক বিবাহের মূল উদ্দেশ্য হলো - গৃহস্থ আশ্রমে থেকে ভগবানের ভজন ও সেবা আরও সুন্দরভাবে সম্পন্ন করা। আমরা দুইজন মিলে সারাজীবন যেন গুরু কৃষ্ণের সেবায় নিয়োজিত থাকতে পারি এটাই আমাদের একান্ত প্রার্থনা।
জীবনের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমরা আমাদের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব এবং বিশেষ করে সমস্ত বৈষ্ণব ভক্তদের আন্তরিক ভালোবাসা ও আশীর্বাদ পেয়ে ধন্য।
এই ভিডিওটিতে আপনারা আমাদের বিবাহের কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাবেন, যা আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ স্মৃতি। আপনারা সকলে আমাদের এই নতুন জীবনের জন্য আশীর্বাদ করবেন, যাতে আমরা সর্বদা হাতে হাত রেখে শ্রীকৃষ্ণের ভক্তি প্রচার ও প্রসারে সহায়তা করতে পারি।
#vedic #marriage #wedding #reception #বিয়ে #বিবাহ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: