সহজ সরল গাছ ও ফেলে দেওয়া জিনিস দিয়ে আমার দেখা সেরা বাগান আপনাদের সামনে/Green Friends/
Автор: Green Friends
Загружено: 2022-11-14
Просмотров: 147311
#rooftop_farming #top_video
আপনাদের প্রিয় চ্যানেল দিনে দিনে বহু ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছে প্রত্যেকটা ভিডিও থেকে আমরা কিছু না কিছু নতুন কিছু শিখতে পারছি তবে কোন কোন ভিডিও আমাদের মনের মধ্যে দাগ কেটে যায় এত ভালো লাগে যে কি বলা যাবে কোন কথা বলে এখানে থামানো যাবে না কোন কিছু বলে এই সমস্ত ভিডিও কে আটকানো যাবে না তাই আপনারা প্রত্যেকটা মানুষ খুব মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করব এই ভিডিও থেকে এমন কিছু পাবেন যেটা আপনার নিজেরও ভালো লাগবে।
কত সুন্দর ছোট ছোট যে জিনিসগুলি আমরা ফেলে দিই সেই সমস্ত জিনিস দিয়ে এখানে তৈরি করা হচ্ছে শখের বাগান আর বাগানের গাছপালাগুলো এতটাই সহজ সেগুলো দেখে ও ভীষণ মনে দাগ কাটল আমার আমার ভালো লাগলো যে আগামী দিনে আমরা আরো কত কিছু দেখতে চলেছি যে মানুষটার সামনে আজকে আমরা ভিডিও করছি বিভিন্ন ধরনের নিউজ এসে তার প্রচার ও কিন্তু করে গেছেন।
এরকম একটি ভিডিও আপনারও মনে দাগ কাটবে ভালো লাগবে প্রত্যেকটা মুহূর্তে আপনারা মনে হবে কাল থেকে এমন একটি গাছ আপনি নিজেও তৈরি করতে পারবেন
এছাড়া রোজ দুপুর একটায় নতুন একটি করে ভিডিও আসে প্রচুর ভিডিও আছে যেগুলি আপনাদের সামনে হাজির করা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ সব সময় চ্যানেলের সঙ্গে থাকুন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: