মানুসিক রুগি অবিনাশকে গোসল করিয়ে দিলেন বাচ্চু মোল্লা | বাস্তব জীবন | ওমর ফারহান |
Автор: আশার আলো–Ashar Alo
Загружено: 2025-11-19
Просмотров: 56
এক অচেনা বিকেলে আমাদের এলাকায় এসে উপস্থিত হয় এক বিভ্রান্ত, ক্লান্ত মানুষের ছায়া—অবিনাশ। সমাজের অবহেলায় মানসিকভাবে ভেঙে পড়া এই মানুষটিকে সবাই প্রথমে ভয় চোখে দেখলেও, “আশার আলো”র কর্মীরা দেখেছিলেন মানবতার আলো।
পরিচালক বাচ্চুমোল্লা গল্পটিকে এগিয়ে নিয়ে যান অত্যন্ত সংবেদনশীলভাবে।
অবিনাশকে স্নান করিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়—যা কেবল শরীরের নয়, বরং যেন তার মনেও নতুন এক সতেজতার সূচনা ঘটায়।
এ গল্প শুধু একজন মানসিকভাবে বিপর্যস্ত মানুষের নয়—এ গল্প সমাজের দায়িত্ববোধ, মানবতা আর অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোর প্রতীক।
“আশার আলো” দেখিয়ে দেয়, আমরা যদি একটু হাত বাড়াই, তবে অন্ধকার পথেও নতুন আলো ফুটে উঠতে তে পারে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: