নতুন বৈজ্ঞানিক গবেষণায় আল্লাহর অস্তিত্বের প্রমাণ – যা আমি আগেই স্বপ্নে দেখেছিলাম
Автор: Discover Health
Загружено: 2026-01-12
Просмотров: 9168
আমি আল্লাহর কাছে মহাকাশ দেখতে চেয়েছিলাম।
তারপর যা ঘটেছে—তা শুধু একটি স্বপ্ন নয়,
বরং আজকের নতুন বৈজ্ঞানিক গবেষণার সাথে হুবহু মিলে যায়।
এই ভিডিওতে আমি দেখাবো—
🔹 নতুন scientific research যা মানুষের মস্তিষ্ক ও মহাবিশ্বের মাঝে আশ্চর্যজনক মিল প্রমাণ করে
🔹 কীভাবে একই নকশা (pattern) আকাশ থেকে মানুষের শরীর পর্যন্ত বিদ্যমান
🔹 কেন এই মিল “কাকতাল” হতে পারে না
🔹 এবং কীভাবে কোরআন ১৪০০ বছর আগেই এই নিদর্শনের কথা ঘোষণা করেছে
আমি তর্ক করতে আসিনি।
আমি কাউকে হারাতেও আসিনি।
আমি শুধু আল্লাহর আয়াত ও নিদর্শন স্পষ্ট করে দেখাতে চাই।
কোরআন বলে—
“আমি শিগগিরই তাদেরকে আমার নিদর্শনসমূহ দেখাবো দিগন্তসমূহে এবং তাদের নিজেদের মধ্যে—যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে, এটাই সত্য।”
— সূরা ফুসসিলাত 41:53
এই ভিডিও দেখার পর আপনি হয়তো আর আগের মতো ভাবতে পারবেন না।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: