বগুড়ায় তৈরি হচ্ছে তালের আঁশের বাহারি পন্য || আপডেট টিভি
Автор: Update TV
Загружено: 2022-05-18
Просмотров: 2171
বগুড়ায় তৈরি হচ্ছে তালের আঁশের বাহারি পন্য || আপডেট টিভি
বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের পাঁচখুর গ্রাম। সারি সারি তালগাছে ঘেরা এই গ্রামটিতে তাল গাছের আঁশ দিয়েই তৈরি হচ্ছে হরেক রকম বাহারী তৈজসপত্র। কেউ পেশা আবার কেউ শখের বসে ঘরে বসেই তৈরি করছেন সৌখিন এসব পণ্য। এই গ্রামের নারী পুরুষ থেকে শুরু করে শিক্ষার্থীরাও অবসর সময়ে তাল গাছের আঁশ দিয়ে পণ্য তৈরি করছেন।
তালের আঁশ দিয়ে টুপি, টেবিল ম্যাট, ঝুড়িসহ নানা ধরনের খেলনা বানাচ্ছেন তারা।
স্থানীয়রা জানান, এই গ্রামের নারীদের হাতে তৈরি সামগ্রী এলাকায় তেমন বিক্রি না হলেও, অন্যান্য দেশে এর কদর রয়েছে। দিন দিন পণ্যের চাহিদা বাড়তে থাকায় এখন প্রায় তিনশ পরিবার এই তালের আঁশ দিয়ে একশর বেশি রকমের সামগ্রী তৈরি করে থাকেন।
তারা জানান, গ্রামের প্রায় সব বাড়িতেই তালের আঁশ দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি হয় বছরের বারো মাস। তাল গাছের গোড়ার অংশ থেঁতলে বাঁশের চিমটা দিয়ে আঁশ বের করে, তা রোদে শুকানোর পর তৈরি করা হয় হরেক রকম তৈজসপত্র। সাংসারিক ছোটখাটো কাজে ব্যবহারের জন্য ও ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে এসব সৌখিন তৈজসপত্র তৈরি করে স্বচ্ছল হয়েছেন এ গ্রামের অনেকেই। আশপাশের গ্রামেও ছড়িয়ে পড়েছে এ হস্তশিল্পের কাজ। রপ্তানি হচ্ছে জার্মানী, ফ্রান্স, মালয়েশিয়াসহ ১০টিরও বেশি দেশে।
পাঁচখুর গ্রামের এই শিল্প প্রায় শত বছরের। আগে দেশের মধ্যে বিক্রি হতো। এখন দেশ ছাড়িয়ে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, পোল্যান্ড, সুইজারল্যন্ড, ইন্দেনেশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে রফতানি হচ্ছে। আসছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা। শুধু পাঁচখুড় থেকে মাসে লক্ষ লক্ষ টাকার পণ্য বগুড়া জেলার শেরপুরে অবস্থিত ক্লাসিক প্রতিষ্ঠানের মাধ্যমে রফতানিকারকরা কিনে নিয়ে বিভিন্ন দেশে পাঠাচ্ছেন।
মাঝারি বয়সের তাল গাছ থেকে পাতা সংগ্রহ করা হয়। পাতার ডাটা হাতুড়ি দিয়ে থেঁতলে নেওয়া হয়। তা থেকে সংগৃহীত আঁশ রোদে শুকানো হয়। শুকনো আঁশ দিয়ে একটির সাথ অপরটি পেঁচিয়ে বুননের মাধ্যমে বিভিন্ন আকার রূপ দেওয়া হয়।
ঘর সাজানোর সৌখিন এই সকল পণ্য এক দিকে যেমন দেখতে সুন্দর, তেমনি পরিবেশবান্ধব। এগুলো সহজেই মাটির সাথে মিশে যায়।
আপনি যদি আমাদের Update TV চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাদের Update TV চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ।
আর যদি আপনি আমাদের Update TV চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
For Subscribe
YouTube link: / updatetv24
Facebook link: / updatebdtv24
Instagram link: / updatetv24
Twitter link: / updatetv24
✔Contact:- [email protected]
✔Mob :-+8801624353535
☺ Follow Us Socially ☺
🌐 Facebook Page : / updatebdtv24
🌐 Facebook Group: / dainikupdate
🌐 website : www.updatebd.tv
** THANKS FOR WATCHING Update TV **
Related Tags: #Updatetv #updatemusic #updatenews #updatetvbd #latestnews #updatetvnews #newstoday #topnews #banglanews #updatetvmusic #bangladeshnews #todaynews #topbanglanews #newstoday #rangpurnews #updatenews24 #updatetopnews #UpdateTV #updatetv #updaterangpur
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: