বাংলার প্রাচীন স্থাপনা ধ্বংসের প্যাটার্ন
Автор: Rezowan
Загружено: 2021-11-19
Просмотров: 4124
বাংলার প্রাচীন স্থাপনাগুলো ধ্বংসের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। স্থাপত্য সংরক্ষণের সমস্যা নিয়ে বুঝতে গেলে প্রথমেই আমাদের সেই প্যাটার্নটা বুঝতে হবে। শুরুতে বছরের পর বছর বর্ষার জল পেয়ে পেয়ে একচিলতে ফাটল দেখা দেয়। অযত্নে সেই ফাটলের আকার বাড়তে থাকে। তারপর একদিন সেই ফাটলের ভাঙ্গা ইটকে আঁকড়ে ধরে কিভাবে যেন জন্ম নেয় ছোট্ট একটা ডালের মাথায় খান কয়েক কচি পাতা।
বর্ষা আসে বর্ষা যায়। ফাটল ক্রমশ ছাদ ফাটিয়ে দেওয়ালের দিকে নেমে আসে। শরীকী ঝামেলায় গড়িমসি করে কেউ আর সংস্কার কাজে এগিয়ে আসে না। টেরাকোটার উপর ঘন সবুজ শৈবালের আস্তরন জমতে থাকে। আর সেই কচি পাতা আর একচিলতে ডালটাই ক্রমশ বাড়তে বাড়তে বট/অশ্বত্থের আকার ধারণ করে। তারপর কয়েক বছর বাদে গোটা মন্দিরটাকে আঁকড়ে ধরে প্রকান্ড ডালপালা বিস্তার করে গোটা স্থাপনাটাকেই ঢেকে ফেলে। চারিপাশে গাছের ঝুরি নামে মাটি অব্দি।
এরপর গল্পটা কোন দিকে যাবে তার অবশ্য জোর দিয়ে বলা একটা শক্ত। কোন কোন ক্ষেত্রে সেই বৃক্ষ আর স্থাপত্য এভাবে মিশে যায় যে দুজনকে আর আলাদা করা চেনা সম্ভব হয়না। বাঁচার প্রবল আকুতি নিয়ে গর্ভগৃহের দেওয়ালের কয়েকটা ইট হয়তো সেই গাছের কোটরের মধ্যে রয়ে যায়। তারপর বহু শতাব্দী পর আমার আপনার মত কোন ইতিহাসপ্রেমী পাগল হয়তো অন্ধকারের মধ্যে ভেঙ্গে যাওয়া বিগ্রহ খুঁজে পেলে বোঝা যায় যে এখানে একদিন পোড়ামাটির তৈরি কোন স্থাপত্য ছিল এককালে। অবশ্য এর অন্যথা হলে সেটা ব্যতিক্রম।
লেখা: অরুনাভ সান্যাল

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: