তিলাওয়াতুল কুরআন 01|| সাওতুল হেরা মিডিয়া || sawtul hera media
Автор: Sawtul Hera Media
Загружено: 2020-09-28
Просмотров: 955
মন মাতানো তেলাওয়াত || তিলাওয়াতুল কুরআন 001|| সাওতুল হেরা মিডিয়া ||Sawtul Hera Media
সাওতুল হেরা কওমী মাদরাসা
সান্দিয়াইন, রসুলপুর,গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
সারা বিশ্বময় কুরআনী শিক্ষা ছড়িয়ে দিতে ও নববী আদর্শে জাতিকে আলোকিত করতে খালেসভাবে দ্বীনি শিক্ষা চলমান আমাদের মাদরাসায়।
গ্রামীণ নিরিবিলি পরিবেশে, সুদক্ষ উস্তাদ মন্ডলীর নেগরানীতে সার্বক্ষণিক দ্বীনি ইলম শিক্ষাদান চলছে নিরলস। আলহামদুলিল্লাহ!
দেশের কওমী মাদরাসা গুলোর মতো আমাদের মাদরাসাটিও (কওমের)জনগণের সার্বিক সহযোগিতায় চলে আসছে।
দেশ-বিদেশের অনেক সহযোগি ও মাদরাসা হিতাকাংঙ্খি প্রিয় ভায়েরা মাদরাসার পড়াশোনার উন্নতি অগ্রগতি ও ইত্যাদি বিষয়ের তদারকিতে আগ্রহ প্রকাশ করে থাকেন। তাই গ্লোবাল এই প্লাটফর্মে আমাদের আয়োজন
"সাওতুল হেরা মিডিয়া"
হেরার আওয়াজ প্রাণে প্রাণে,,,
এই চ্যানেলে নিয়মিত ছাত্রদের কুরআন তেলাওয়াত, উস্তাদদের মাশ্বক্বে কোরআন ও ইত্যাদি ভিডিও আপলোড করা হবে, ইনশাআল্লাহ!
সাবস্ক্রাইব, লাইক,কমেন্ট ও শেয়ার করে সাথে থাকার দাওয়াত রইলো,,,।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: