স্বাধীনতার ৫৪ বছর পরও অবহেলিতই রয়ে গেছে দেশের কৃষি ও কৃষক।
Автор: Agri Nature
Загружено: 2025-12-13
Просмотров: 71
স্বাধীনতার ৫৪ বছর পরও অবহেলিতই রয়ে গেছে দেশের কৃষি ও কৃষক। যাদের শ্রম-ঘামে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়, তারাই নানা দিক থেকে বঞ্চনার শিকার। চাষের প্রয়োজনে সময়মত মেলে না সারসহ প্রয়োজনীয় উপকরণ। আবার সার,সেচ, বীজসহ সব উপকরণের উচ্চমূল্যও প্রতিনিয়তই হতাশায় ফেলে তাদের। কৃষক বাঁচাতে মাঠ পর্যায়ে কৃষি উপকরণের দাম নির্ধারণসহ মধ্যসত্বভোগীর দৌরাত্ম্য কমানোর বিকল্প নেই ।
দিগন্তজোড়া সবুজ ফসলের মাঠ। কৃষকের শ্রমে-ঘামে তরতর করে বেড়ে ওঠা সোনালী ফসল। এর সবই কৃষিপ্রধান বাংলার প্রতিচ্ছবি। এ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করলেও অজানা শঙ্কায় দিন কাটে কৃষকের।
ফসলের ন্যায্যমূল্য না পাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, বাজারে অস্থিরতা, উৎপাদন খরচ বৃদ্ধি এ সবই যেন কৃষকের নিত্যসঙ্গী।
সব সংকট মোকাবিলা করেই যখন কৃষক ফসল ঘরে তোলে তখনই বাজারে দাম কমতে শুরু করে। তাই সরাসরি কৃষক-বাজার লিঙ্ক এবং সরবরাহ চেইন উন্নয়নের আহবান কৃষকদের।
সার বীজ সেচের উচ্চ মূল্য আর প্রয়োজনের সময় না পাওয়ার হতাশা তাদের নিত্যসঙ্গী।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: