৩ তলা বাড়ির বীম সাইজ | ৩ তলা বাড়ির জন্য কত সাইজের বীম | ৩ তলা বাড়ির বীমে কত সুতা রড | Beam Size
Автор: Impel Building Design
Загружено: 2022-03-31
Просмотров: 98397
এই ভিডিও টা করা হয়েছে শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য। বীমের সাইজ, বীমের সংখ্যা এবং বীমের রডের সংখ্যা ও সাইজ নির্ধারণ করবেন ইন্জিনিয়ার। কারন বীমের সবকিছু কি রকম হবে না হবে তা আপনারা জমির অবস্থা, ফাউন্ডেশন, আবহাওয়া,নিয়ম কানুন ইত্যাদির উপর ভিত্তি করে হবে। তাই অবশ্যই বাড়ির ডিজাইন এবং কাজ একজন সিভিল ইন্জিনিয়ার এর পরামর্শ নিয়ে তারপর করবেন। ধন্যবাদ।
ভিডিওতে আলোচনার বিষয়: Beam Size - বীমের সাইজ কত এবং বীমের রিইনফোর্সমেন্ট কিভাবে দিতে হবে,বীমে কত সুতা রড দিবেন এবং কয়টি মেইন রড দিবেন,কয়টি টাই রড দিতে হবে
বি:দ্র- কলাম থেকে কলামের মাঝখানের দূরত্ব কত হবে?, কলামের ,বিমের ,ফুটিং এর সাইজ কত হবে? এবং রড কয়টা হবে? ফুটিং বা ফাউন্ডেশন এর আকার ও গভীরতা সব গুলো বিষয় নির্ভর করছে আপনার জায়গা, মাটির অবস্থা,আবহাওয়া,বিল্ডিং এর লোড, ইত্যাদির উপর।তাই অবশ্যই ইন্জিনিয়ার দ্বারা ডিজাইন করাবেন। সব গুলো বিবেচনা করে ইন্জিনিয়ার আপনাকে সঠিক ডিজাইন দিবেন। বাড়ি ২-৩ তলা হলেও ইন্জিনিয়ার এর পরামর্শ নিতে হবে। এতে আপনার ভালো হবে। ৩ তলা এবং ৩ তলার উপরে হলে অবশ্যই ইন্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজ করতে হবে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: