কোন জাদুতে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কার অর্থনীতি ।। Sri lanka economics
Автор: Lusai Pahar (লুসাই পাহাড়)
Загружено: 2023-09-06
Просмотров: 363
এই তো বছরখানেক আগেই নিজেদেরকে দেউলিয়াত্ব ঘোষণা করেছিল শ্রীলংকা সরকার। কিন্তু বছর না ঘুরতেই আবারো ঘুরে দাঁড়িয়েছে দ্বীপ রাষ্ট্রটি। নিত্যনতুন খাতে বিনিয়োগ নিয়ে এগিয়ে আসছেন বিদেশীরা। জ্বালানি সরবরাহ এখন স্বাভাবিক। খাদ্যপণ্যের দাম কমতির দিকে। রিজার্ভও ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে অর্থনৈতিক সংকটের দুর্বিষহ দিনগুলো পেছনে ফেলে এসেছে শ্রীলংকা। সর্বশেষ গত মাসেই মূল্যস্ফীতি ৪ শতাংশে নামিয়ে এনেছে দেশটি।
বাংলাদেশের রিজার্ভ থেকে ২০২১ সালের সেপ্টেম্বরে কারেন্সি সোয়াপ চুক্তির আওতায় ২০ কোটি বা ২০০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল শ্রীলংকা। এর মধ্যে দুই কিস্তিতে ১৫ কোটি ডলার ফেরত দিয়েছে শ্রীলঙ্কা। বাকি ৫ কোটি ডলারও চলতি মাসে পরিশোধের কথা রয়েছে। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশ ও সংস্থার ঋণও এখন একটু একটু করে পরিশোধ করে দিচ্ছে শ্রীলংকা।
চরম দুর্বিপাকে পড়ার দেড় বছরের মধ্যেই লংকাদ্বীপের অর্থনীতির এ প্রত্যাবর্তনকে রীতিমতো ‘জাদুকরী’ হিসেবে দেখছেন বৈশ্বিক অর্থনীতির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা। এর পেছনে মূল কৃতিত্ব দেয়া হচ্ছে দ্বীপদেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল বীরাসিংহেকে। তার নেতৃত্বে সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকার (সিবিএসএল) নেয়া পদক্ষেপগুলোই দেশটিকে কার্যকরভাবে সমৃদ্ধির পথে ফিরিয়ে এনেছে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় গত জুলাইয়ে দেশটির প্রেসিডেন্ট ও অর্থমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সেপ্টেম্বরের মধ্যেই দেউলিয়াত্ব থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন। এ লক্ষ্য পূরণে তার সবচেয়ে বড় ভরসার জায়গাও এখন নন্দলাল বীরাসিংহে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: