Gora Gune Pran Kande_Gaudiya Kirtan_গৌড়ীয় কীর্তন (Subhadra Mandal)
Автор: Mayapur celebrity
Загружено: 2025-09-16
Просмотров: 31208
🌸✨ গৌড় কীর্তনের মহিমা ✨🌸
গৌড় কীর্তন মানেই শ্রীচৈতন্য মহাপ্রভুর করুণার প্রকাশ। ভগবান চৈতন্যদেব নিজে এসে এই যুগে মানুষের মুক্তির সহজ পথ হিসেবে নামসংকীর্তন প্রচার করেছেন।
🔹 কীর্তনের মহিমা
গৌড় কীর্তনে ভগবানের পবিত্র নাম, রূপ, গুণ ও লীলার গৌরব গাওয়া হয়। এতে হৃদয়ের সমস্ত কলুষতা দূর হয়ে আত্মা নির্মল হয়।
কীর্তনের শক্তি এত প্রবল যে, তা মানুষের মনকে ভগবানের প্রেমে ভরিয়ে দেয়, অশ্রু, নৃত্য, হর্ষ ও ভক্তির উচ্ছ্বাসে ভক্তকে ভিজিয়ে তোলে।
কীর্তন সমবেতভাবে করলে ভক্তরা একত্রে ভগবদ্ভক্তিতে আবদ্ধ হন, যা ভক্তিসাধনার সবচেয়ে সহজ ও আনন্দময় উপায়।
শাস্ত্রে বলা হয়েছে— কীর্তনায় বৈকুণ্ঠ নেমে আসে পৃথিবীতে, অর্থাৎ যেখানে ভক্তরা ভগবানের নাম গেয়ে থাকেন, সেখানেই ভগবানের আবির্ভাব ঘটে।
গৌড় কীর্তনের মাধ্যমে জীবজন্তু, বৃক্ষ, পাখি—সকলেই ভগবানের নামের প্রভাবে পরম আনন্দ লাভ করে।
🔹 চৈতন্য মহাপ্রভুর বাণী
মহাপ্রভু বলেছেন— "হরিনাম-সংকীর্তনই কলিযুগের একমাত্র ধর্ম।" এই যুগে যিনি আন্তরিকভাবে গৌড় কীর্তন করেন, তিনি জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে কৃষ্ণপ্রেম লাভ করেন।
🌺 তাই গৌড় কীর্তন কেবল গান নয়, এটি ভগবানের সরাসরি সঙ্গ, মুক্তির পথ এবং সর্বোচ্চ আনন্দের উৎস। 🌺
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: