যেখানে তিন সাগরের মোহনায় দেখা মেলে তিন রঙের জলের ধারা || কন্যাকুমারী || Kanyakumari || Tamil Nadu
Автор: Salahuddin Sumon
Загружено: 2022-11-22
Просмотров: 4820487
ভারতের সর্বদক্ষিণের প্রাকৃতিক ঐশ্বর্যমণ্ডিত শহর কন্যাকুমারী এমন একটি জায়গা যেখানে মিলিত হয়েছে তিনটি সাগর; বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর।
শুধু সাগর যে এখানে মিলিত হয়েছে, তা-ই নয়, তিন সাগরের তিন ধরনের জলের রং এখানে দাঁড়ালে দেখা যায়।
এছাড়া এখানে সমুদ্র উপকূল থেকে কিছুটা দূরে সমুদ্রের মধ্যে/ একটি ছোট্ট দ্বীপের মতো, যেটিকে বলা হচ্ছে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল।
যেখানে স্বামী বিবেকান্দ এক সময় ধ্যান করেছিলেন। তাঁর স্মৃতিতে তৈরি করা সেই রক মেমোরিয়ালও দর্শনার্থীদের জন্য দারুণ একটি জায়গা যেখানে ফেরীতে করে যেতে হয়।
এছাড়া এখানে তামিলের বিখ্যাত একজন কবির বিশাল একটি মূর্তি রয়েছে।
এখানে বেশকিছু টেম্পল রয়েছে, রয়েছে প্রাকৃতিকভাবে ঐশ্ব্যর্যমন্ডিত অনেককিছু এই নগরীতে। বন্ধুরা, আজকের ভিডিওতে সবকিছু পুঙ্ক্ষানুপুঙ্ক্ষরূপে তুলে ধরার চেষ্টা করেছি।
Contact :
sumonmcj@yahoo.com
#kanyakumari #tamil_nadu #কন্যাকুমারী #তামিলনাড়ু
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: