ফলে ফলে ভরা প্রত্যেকটা ফল গাছ, 1200sf বিশাল ফলের বাগান/Big fruit Garden overview in Medinipur/
Автор: Green Friends
Загружено: 2021-12-20
Просмотров: 420606
#Thai_variety_fruit_Garden_overview
#rooftop_farming
ছাদ বাগান নিয়ে মানুষের ভাবনার কোন শেষ নেই আজও পর্যন্ত এত ছাদ বাগান আপনাদের দেখিয়েছি একের পর বাগান প্রত্যেকটা বাগান আমাদের খুব সুন্দর লেগেছে।
অনেক কিছু শেখার আছে প্রতিটা ছাদ বাগান থেকে সেটা আপনারা বুঝতেই পারছেন।
কিভাবে এই ফল বাগান করা যায় কোন জাদুতে এত ফল ফোটে, সেগুলো জেনে নেব মেচেদা দীপঙ্কর দা র ছাদ বাগান থেকে,
আরো অনেক কিছু জানতে পারবো এই ভিডিও থেকে ছাদে কিভাবে বেড করা হয়েছে। কিভাবে এই গাছে খাবার দেওয়া হয় আর কি কি কীটনাশক ব্যবহার করা হয় কি ফাংগিসাইড ব্যবহার করা হয় মোটামুটি সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে এখানে এক বন্ধু চলে এসেছে দেখা করতে খুব ভাল লাগল তর সঙ্গে পরিচিত হয় এছাড়া।
এই ছাদ বাগান দীপঙ্কর দা একা পরিচালনা করেন।
কিভাবে পরিচালনা করেন এছাড়া হনুমান নিয়ে প্রত্যেকটা মানুষের সমস্যা আছে সেই বিষয়েও আলোচনা করা হয়েছে এই ছাদে সম্পূর্ণ ছাদ দিয়ে ঘেরা হয়েছে কত খরচা হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওতে।
আপনারা চেষ্টা করলে সবাই পারবেন এমন ছাদ বাগান তৈরি করতে তাই কোন রকম ভাবে হাল ছাড়বেন না আপনারা সবাই মিলে নিজের বাগানটিকে সাজিয়ে তুলুন ঠিক এইভাবে আর যদি ফল গাছ করতে পারেন তার কোন তুলনা হয় না।
আমরা আলোচনা করেছি যে কোন গাছ গুলো সহজ ভাবে ফল হচ্ছে সে বিষয়ে আলোচনা করেছি সেটাও এই ভিডিওতেই আছে।
যারা বাগান করে না বা বাগান করার কোন ইচ্ছা নেই এই ভিডিওগুলো তাদের কাছে শেয়ার করুন দুটো চারটে ভিডিও দেখার পর আশা করবো যে হ্যাঁ তারাও একদিন আমাদের সঙ্গে শামিল হতে পারবেন যদি দশটা লোককে শেয়ার করেন তাহলে জানবো একটা লোক আমাদের দিকে এগিয়ে আসবে বাগান করার জন্য আজ এতটুকুই আপনাদের জন্য।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দীপঙ্কর দা মিলন উৎসবে আসছে আপনারা সবাই এই মিলন হবে আসুন খুব ভালো লাগবে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: