Chitthi Bektigoto
Автор: GlobalBauliana
Загружено: 2020-06-02
Просмотров: 5424
চিঠি ব্যক্তিগত (অতি জরুরী)
কথা: মাকসুদুল হক (ম্যাক)
সুর: বিদেশী গান
ধাচ: reggae funk fusion
ফিতাঃ ওগো ভালোবাসা
ওগো বন্ধুরা,
কি আর খবর দেবো?...... Feedback-এ আমি আর গান করি নাকো.... সেই অসুখ লেগে থাকা ডাকপিওন .... সে এখন আর বেঁচে নেই :(
যদিও পল্লবীতে এখনও বাস করি...... আর dHAKA ব্যান্ড নিয়ে ব্যস্ত আছি...... এ খবর তোমরা অনেকেই রেখেছো আর অনেকেরি অজানা......
ঐ "নিষিদ্ধ" ঝড়েরে পরে...... অজানা লোকমুখে...... শুনেছি এমনও গুজব রটেছে আমার নিব্রিত জীবনে একাকী চত্তরে...... ভালবাসার নেইকো ঠাই...
না না বন্ধুরা,
ওসব মিথ্যে কথা...... তাই নিয়ে এলাম "ওগো ভালোবাসা"...... প্রচার বিমুখ মানুষ আমি না হয় ফেরি করি নিজের ফিতা......
নেই রম্য পত্রিকার প্রচ্ছদে ছবি...... নেই "শীর্ষস্থানে" উঠার বাহাদুরী...... নেই “এই, দুই, তিন” ঘোর দোরে যোগ দেবার অশ্লীল মানসিকতা!
......তবু চিঠি আসে প্রতিদিনে...... প্রাপ্তি স্বীকারের দাবিতে...... তোমরা অনেকে উপরে লেখ "অতি জরুরী"...... প্রতিটি চিঠি পড়িরে বন্ধু - উত্তরের নেই সময় :(
তবু নিরব রাত্রিতে...... প্রভাতের অনেক আগে...... রাত্রি জেগে থাকার কষ্ট লালন করে...... শুধু ভেবেছি তোমাদের ভালোবাসার মুল্য দেব কি করে?
তবু প্রতিদিন চিঠি পড়ে...... আমি কথা দেই তোমাদের ...... আমি কথা দেই কথা ভাঙবো বলে...... ক্ষমা করো বন্ধু, বেশী ভুল হবেনা...... তোমাদের কথা ভেবে...... আরেকটি রাত কেটে যাক আমার সময়...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: