সুন্দরী মেয়েদের দেশ কম্বোডিয়া | Magsman Bangla Travel Video | Cambodia
Автор: Magsman!
Загружено: 2024-06-07
Просмотров: 98552
কম্বোডিয়া প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, খাবার ও অসাধারণ মানুষে ভরপুর।
প্রতিবছর হাজার হাজার পর্যটক কম্বোডিয়া ঘুরতে আসেন সারা পৃথিবী থেকে।
কম্বোডিয়া অত্যন্ত সুন্দর একটি দেশ। অসংখ্য মন্দির, সমুদ্র সৈকত, প্রাকৃতিক পরিবেশে দেশটি অনন্য করেছে। সারা পৃথিবী থেকে হাজার হাজার পর্যটক প্রতি বছর ঘুরতে যান কম্বোডিয়াতে। কম্বোডিয়ার প্রধান শহর গুলো Phnom Penh, Krong Siem Reap, Battambang |
আমি কম্বোডিয়াতে ব্যাকপ্যাকিং ট্রিপে গিয়েছি। সেখানকার মানুয়ের সাথে, তাদের কালচারের সাথে ও পরিবেশের সাথে নিবিঢ় ভাবে মেশার সুযোগ হয়েছে। রাজধানীসহ কম্বোডিয়ার প্রধান প্রধান শহর গুলোতে ছিলাম আমি, স্থানীয় মানুষদের সাথে মিশেছি, লোকাল খাবার খেয়েছি।
ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা জানাতে ভুলবেন না। আপনাদের মন্তব্য, সমালোচনা, উপদেশ ও পরামর্শ জানাতে ভুলবেন না। আর যেকোনো কিছু জানতে কমেন্ট বক্স খোলা থাকলো বন্ধুরা।
সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।
হ্যাপি ট্রাভেলিং। 🤟 🚀
Thanks for watching! ❤️
My Page: / magsman.bangla
My IG: / magsman.bangla
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: