উত্তরবঙ্গের বৃহত্তম ড্রাম সেতু !! ভাসমান এই সেতুতে দুঃখ ঘুচল ২০ হাজার মানুষের ! Floating Drum Bridge
Автор: Bioscope Entertainment
Загружено: 2025-04-06
Просмотров: 10834
সানিয়াজান নদীর এপার থেকে ওপারে ভাসছে প্লাস্টিকের ড্রামের সারি। তার ওপর বিছানো বাঁশের চাটাই ধরে হাসিমুখে হাঁটছে শিক্ষার্থীরা, গবাদি পশু নিয়ে যাচ্ছেন কৃষক। কিন্তু কিছু দিন আগেও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এ নদীতে এমন চিত্র ভাবতে পারেনি বাউরা ইউনিয়নের তিন গ্রামের মানুষ। কারণ স্থায়ী সেতুর অভাবে এতোদিন এ নদী পারাপার তাদের জন্য ছিল চরম ভোগান্তির। গ্রামের বাসিন্দারা বাঁশের সাঁকো তৈরি করলেও প্রতিবছরের বন্যায় তা ভেসে যেত। কিন্তু কি ভাবেই বা স্বেচ্ছাশ্রমে তৈরি করলেন ২০০ ফুট দীর্ঘ ভাসমান সেতু। এক বাশের সেতুতেই কি ভাবে বদলে গেছে জমগ্রাম, ছিট জমগ্রাম ও খালপাড়া গ্রামের ১২ থেকে ১৪ হাজার মানুষের জীবনযাত্রা তা জানাবো আমাদের সহকর্মী মাসুদ বাবুর ভিডিও চিত্রে, চলুন শুরু করা যাক...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: