বেল গাছের ভূত )( সন্ধ্যার পর কেউ ওদিক দিয়ে যায় না, কারণ ওখানে নাকি “বেল গাছের ভুত” থাকে)
Автор: DHANURA TV
Загружено: 2025-10-12
Просмотров: 5
বেল গাছের ভুতের গল্প 🌳👻
একটি গ্রামে ছিল এক পুরনো বেল গাছ। গাছটা ছিল গ্রামের মন্দিরের পেছনে, একেবারে নির্জন জায়গায়। গ্রামের মানুষ বলত—সন্ধ্যার পর কেউ ওদিক দিয়ে যায় না, কারণ ওখানে নাকি “বেল গাছের ভুত” থাকে।
বছর দশেক আগে সেই গাছটার নিচে বজ্রপাতে মারা গিয়েছিল এক তান্ত্রিক। সে নাকি বহুদিন ধরে সেই গাছের নিচে সাধনা করত—ভুতকে বশ করার জন্য। কিন্তু তার সাধনা শেষ হওয়ার আগেই বজ্রপাত তাকে নিয়ে যায়। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা।
প্রতিদিন রাতের বেলা দেখা যেত, গাছের পাতা যেন হাওয়া ছাড়াই কাঁপছে, বেল ফলগুলো দুলে উঠছে। মাঝে মাঝে গাছের গোড়ায় মাটির প্রদীপ জ্বলে উঠত—কিন্তু সেখানে কেউ যেত না। কেউ যদি কাছাকাছি যেত, কানে আসত করুণ একটা হাসির আওয়াজ, যেন কেউ ফিসফিস করে বলছে,
“তুমি এসেছ… আমায় ডাকলে?”
একবার গ্রামের এক সাহসী যুবক, নাম রহিম, ঠিক করল—সে দেখে আসবে আসলে ব্যাপারটা কী। এক পূর্ণিমার রাতে হাতে টর্চ আর এক গাছি বেল নিয়ে সে গেল গাছটার কাছে। গাছের নিচে পৌঁছেই সে শুনল হালকা একটা সিসকার শব্দ, বাতাস ঠান্ডা হয়ে গেল।
তারপরই টর্চ নিভে গেল। রহিম দেখল সামনে ধোঁয়ার মতো এক মানুষ দাঁড়িয়ে আছে—চোখ দুটো লাল, গায়ে ছেঁড়া কাপড়, কণ্ঠস্বর কর্কশ—
“আমার বেল কে নিলো?”
রহিম ভয়ে কাঁপতে কাঁপতে বেলটা মাটিতে রাখল। মুহূর্তের মধ্যে ভুতটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। গাছের পাতাগুলো তখনও কাঁপছিল, যেন কেউ হেসে উঠল উপরে বসে।
সেই রাতের পর থেকে কেউ আর গাছটার কাছে যায় না। আজও নাকি পূর্ণিমার রাতে গাছের নিচে প্রদীপ জ্বলে ওঠে, আর শোনা যায় সেই করুণ হাসি—
“আমার বেল কে নিলো…”
চাও কি আমি এই গল্পটার ভয়ংকর সংস্করণ লিখে দিই, যেখানে শেষটা আরও রহস্যময় ও চমকে দেওয়া হবে? 😈
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: