বিএনপি থেকে হাজী ইয়াছিন কে নমিনেশন না দেওয়ায় কুমিল্লা-৬ আসনে হৃদয়ের বিস্ফোরণ
Автор: Janata Cumilla News
Загружено: 2025-11-05
Просмотров: 790
বিএনপি থেকে হাজী ইয়াছিন কে নমিনেশন না দেওয়ায়
কুমিল্লা-৬ আসনে হৃদয়ের বিস্ফোরণ।
আজ হাজী আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারী নেতা কর্মীদের পরিবার (নারীরা) রাস্তায়, কান্দিরপাড়ে অবস্থান—চোখে অশ্রু, কণ্ঠে ক্ষোভ। তাদের দাবি একটাই:
হাজী আমিন উর রশিদ ইয়াছিন কেন মনোনয়ন দেওয়া হলো না, তার জবাব চাই।
১৭ বছর ধরে তিনি বিএনপিকে দেখেছেন, তৃণমূলকে আগলে রেখেছেন।
নেতা-কর্মীদের খুঁজেছেন, তাদের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন।
জেলে গেলে পরিবারের দায়িত্ব নিয়েছেন, চিকিৎসা থেকে শুরু করে ঘরের বাজার—সবখানে ছিলেন সবচেয়ে আগে।
ক্ষমতা না পেয়ে, পদের লোভ না করে—মানুষের সেবা করেছেন নিঃস্বার্থভাবে।
আজ সেই নেতাকর্মীদের পরিবার, সেই মা-বোনেরা রাস্তায়—প্রতিবাদের আগুন নিয়ে।
এটি কোনো ব্যক্তির জন্য আন্দোলন নয়; এটি ন্যায়বিচারের দাবি, তৃণমূলের অনুভূতির প্রতিধ্বনি।
কুমিল্লা বলছে—
যাকে হৃদয় দিয়ে ভালোবেসেছি, ত্যাগ দিয়ে গ্রহণ করেছি, তাকে বঞ্চনা মেনে নেবো না।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: