প্রিন্টের গজ কাপড় পাইকারী বিক্রি করা হয় অর্ডার করতে যোগাযোগ করুন: 01952107177
Автор: ইবাদাহ শপ
Загружено: 2025-10-31
Просмотров: 1389
আসসালামু আলাইকুম!
ইবাদাহ শপে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
যারা ব্যবসা করেন বা নতুন করে কাপড়ের ব্যবসা শুরু করতে চান,
তাদের জন্য ইবাদাহ শপ নিয়ে এসেছে এক দারুণ সুযোগ —
ঘরে বসেই গজ কাপড়ের পাইকারি কেনাকাটার পূর্ণ সমাধান!
আমরা জানি, ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো মান, দাম, আর বিশ্বস্ততা।
এই তিনটি জিনিসের সমন্বয়ে ইবাদাহ শপ আজ বাংলাদেশের সেরা অনলাইন ফ্যাব্রিক হোলসেল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।
এখানে পাবেন —
প্রিন্টের গজ কাপড়,এক কালারের থান কাপড়,
, ভয়েল, পপলিনসহ আরও অনেক কাপড়।
যা আপনি সরাসরি আমাদের থেকে পাইকারি দামে নিতে পারবেন —
মান ঠিক রেখে, বাজারের তুলনায় অনেক সাশ্রয়ী মূল্যে।
আপনি যদি দোকান চালান, অনলাইন পেজে বিক্রি করেন,
বা নতুনভাবে কাপড়ের ব্যবসা শুরু করতে চান —
ইবাদাহ শপ আপনাকে দিচ্ছে সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য ব্যবস্থা।
ঘরে বসেই আপনি অর্ডার দিতে পারবেন আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে,
অথবা কল করতে পারেন সরাসরি — 01952107177 নাম্বারে।
আমরা প্রতিটি অর্ডার প্যাকেজ করি যত্নের সাথে,
এবং বাংলাদেশের যেকোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিই।
ইবাদাহ শপ শুধু কাপড় বিক্রি করে না,
আমরা কাজ করি বিশ্বাস তৈরি করতে।
প্রতিটি গ্রাহক আমাদের কাছে একজন ভাই, একজন সাথী।
তাই আমরা সবসময় চেষ্টা করি,
যেন আপনি সেরা মানের কাপড় পান সবচেয়ে ভালো দামে।
যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে ব্যবসা করছেন,
তারা জানেন — ইবাদাহ শপ মানে মানের নিশ্চয়তা।
আমাদের লক্ষ্য শুধু বিক্রি নয়,
বরং বাংলাদেশের প্রতিটি ক্ষুদ্র উদ্যোক্তাকে সহযোগিতা করা,
যেন তারা সহজে ব্যবসা দাঁড় করাতে পারেন।
ইবাদাহ শপ বিশ্বাস করে —
পরিশ্রম, সততা, আর আল্লাহর উপর ভরসাই হলো সফলতার চাবিকাঠি।
তাই বলছি, যদি আপনি কাপড়ের ব্যবসায় এগিয়ে যেতে চান,
তাহলে আজই যোগাযোগ করুন ইবাদাহ শপের সাথে।
ইবাদাহ শপ –
আপনার ব্যবসার বিশ্বস্ত কাপড়ের পার্টনার।
ঠিকানা: শেখেরচর, বাবুরহাট, মাধবদী, নরসিংদী
ফোন: 01952107177
ফেসবুক পেজ: ইবাদাহ শপ
আল্লাহ হাফেজ —
ইবাদাহ শপের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: