FB গ্রুপ থেকে নারী সংগ্রহ করে ওরা !
Автор: Rj Nirob
Загружено: 2023-09-25
Просмотров: 57901
FB গ্রুপ থেকে নারী সংগ্রহ করে ওরা ! এমন অনেক মানুষ আছে যারা না বুঝে প্রেম , সংসার , বাচ্চা নিয়ে বিপদে পড়ে। এই এপিসোড দেখেছি কেমন করে মানুষ জড়িয়ে পরে বিপদে।
মেয়েটি আরও কিছু বলতে চেয়েছিল কিন্তু নার্ভাস থাকার কারণে পারে নাই। আপনারা যদি চান তার 2nd part শুনতে তাহলে আবার তাকে ডাকবো, আপনার মতামত জানাবেন। আর মেয়েটা আরেকটা কথা বলছিল যে ভাইয়া এখন আমি আর কাঁদতে পারি না, চোখ দিয়ে পানি আসে না। কত যে নির্যাতন সহ্য করেছি এখন সহে গেছে, সব স্বাভাবিক মনে হয়।
নিজের গল্পবলতে ইনবক্সে যোগাযোগ করুন।
আইনি ঘোষণা - এই অনুষ্ঠানটি নাটকীয় ভাবে তৈরী কেবল বিনোদনের জন্য ! বাস্তবতার সাথে কোনো মিল নাই। কোনো মানুষ, প্রতিষ্ঠান, বা অনুভূতিকে ছোট করার জন্য কোনো কিছু বানানো না। এখানে বলা প্রতিটি ঘটনা কাল্পনিক ! জীবিত, মৃত কারো কারো সাথে কোনো মিল নাই। এর পরও যদি আপনার কোনো মিল মনে হয়, তা হলে তা একান্ত আপনার কল্পনা প্রসূত , তাতে চ্যানেলের কারো কোনো সংশ্লিষ্টতা নাই !
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: