কে বড় ক্ষতিগ্রস্ত (পর্ব =১) শিরক
Автор: Qiyamah TV
Загружено: 2020-06-07
Просмотров: 421
---- শিরক ---
নিশ্চয়ই মানুষ বিভিন্ন পাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তা‘আলাও বলেছেন, ‘নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত’ (আছর ২)। মানুষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় শিরকের পাপে।
র্শিক শব্দের আভিধানিক অর্থ হচ্ছে- সাদৃশ্য, সমকক্ষ বা শরীক নির্ধারণ করা। শরী‘আতের পরিভাষায় শিরক হচ্ছে, মানুষ কোন ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ মনে করে তার নিকট প্রার্থনা করা, কোন কিছুর আশা করা, তাকে ভয় করা, তার উপর ভরসা করা, তার নিকট সুপারিশ চাওয়া, বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা কিংবা সাহায্য চাওয়া যার সমাধান আলাহ ছাড়া কেউ দিতে পারে না। অথবা তার নিকট মীমাংসা চাওয়া, আল্লাহ অবাধ্যতা করে তার আনুগত্য করা, তার নিকট হতে শরী‘আতের বিধান গ্রহণ করা, কিংবা তার নামে পশু যবেহ করা, মানত করা, তাকে ততটুকু ভালবাসা যতটুকু আল্লাহকে ভালবাসা উচিত। সুতরাং আলাহ যে সকল কথা, কাজ ও বিশ্বাস তাঁর জন্য নির্ধারণ করেছেন সেগুলির সব কিংবা কোন একটি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করাই হল শিরক।
FB PAGE : / qiyamah.tv
----------------------------------------------------------------------------------
watch our more videos- Subscribe Here-: / @qiyamahtv
------------------------------------------------------------------------------------------------
QIYAMAH SHOP : / qiyamahshop
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: