Funny game//দমফাটানো হাসির গেম চোখ বাঁধা অবস্থায় খুঁজে নিতে হবে বলে দেওয়া জিনিস
Автор: Bong funny game
Загружено: 2025-12-17
Просмотров: 38
Funny game//দমফাটানো হাসির গেম চোখ বাঁধা অবস্থায় খুঁজে নিতে হবে বলে দেওয়া জিনিস #challenge #games
নমস্কার বন্ধুরা, আমাদের পরিবারে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের এই পরিবারের আপ্রাণ প্রয়াস থাকবে, নিত্যনতুন হাসির ভিডিওর মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করার। আপনারা পাশে থাকলেই, আমাদের যাত্রা পথ আরো সুগম এবং সুন্দর হবে। আশা করি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন আমাদের ভিডিওগুলি কে। আমাদেরও চেষ্টা থাকবে অভিনব এবং সুন্দর ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের মনোরঞ্জন করার।
আমাদের কনটেন্টের প্রধান বিষয় হলো বিভিন্ন ধরনের খেলা, আমরা সাতজন মিলে এই খেলাটি শুরু করেছি, আশা করি আপনাদের পাশে পাব।
যারা যারা আমাদের পাশে থাকছেন, এবং আমাদেরকে অনুপ্রাণিত করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের ভিডিওগুলি কে এইভাবে ভালোবাসা দিচ্ছেন, সেই সকল বন্ধুকে/ শুভাকাঙ্খী দের অজস্র ধন্যবাদ।
হাসি,খুশি,আর আনন্দে ঘেরা কিছু চ্যালেঞ্জ, পানিশমেন্ট,ভালোবাসায় আপ্লুত কিছু দুষ্টুমি ভরা মুহূর্ত যাপন কিংবা জিতে গেলে কিছু নতুন পুরস্কার থাকছে...
এভাবেই আমাদের বিষাদ ময় জীবনে এক টুকরো হাসি কেনার আশা... আমাদেরকে সকল প্রিয় মানুষ গুলোকে অজস্র ভালোবাসা.... পাশে থাকবেন এভাবেই।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: