যমুনা পাড়ের মেঘাই ঘাটে নদীর সুস্বাদু টাটকা মাছ নিয়ে জেলেরা নৌকা ভিড়ায় | Rural Village life in BD
Автор: Tuhin Vlogs
Загружено: 2024-11-22
Просмотров: 31710
যমুনা পাড়ের মেঘাই ঘাটে নদীর সুস্বাদু টাটকা মাছ নিয়ে জেলেরা নৌকা ভিড়ায় | Rural Village life in BD
সিরাজগঞ্জ জেলার কাজিপুর জেলার অর্ন্তগত মেঘাই ঘাট একটি অভ্যন্তরীন নৌ বন্দর। মেঘাই ঘাটের পাশ দিয়ে প্রমত্তা যমুনা নদী বহমান। প্রতিদিন এই যমুনা নদীতে অসংখ্য জেলে নৌকা জাল নিয়ে বের হন নদীর মাছ ধরার জন্য। সারারাত নদীতে বড় বড় বোয়াল, আইড় ও অন্যান্য মাছ শিকার করে তারা নদীর ঘাটে ফিরে আসেন সেই মাছ বিক্রির উদ্দেশ্যে। তেমনি যমুনা তীরবর্তী এই মেঘাই ঘাটে প্রতিদিন ভীর করে অসংখ্য জেলে নৌকা। তখন তাদের নৌকায় থাকে যমুনা নদীর মিঠা পানির বিভিন্ন রকমের ছোট বড় মাছ। নৌকা তীরে ভিড়ার সাথে সাথে ছুটে আসেন নদীর মাছ সংগ্রহ করতে আসা লোকজন। অল্প কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যায় নদীর মাছের কেনাবেচা।
Follow me on Instagram: / tuhintraveler
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: