গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে| Pro Mix Zone
Автор: Pro Mix Zone
Загружено: 2025-12-24
Просмотров: 695
গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে|
Subscrib Plase
/ @promixzone
গোটা পৃথিবীতে খুঁজো
আমার মতো কে তোমারে এত ভালোবাসে?
এই মনের ঘরে এসো
এ বুকেরই বাঁ-পাশেতে তোমার নামই জপে।
একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে?
তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে?
এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আছে বলো?
এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আর আছে বলো?
পাল ছাড়া নাওয়ের বুকে
ঢেউয়ে ঢেউয়ে খেলা করে
আকাশটাও দেখে মোদের খুনসুটি
পাহাড়ের দেউড়িতে ভালোবাসা লেগে আছে
কেমন করে বুকের মাঝে তোমায় পুষি?
আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে
সেই মোহতে ডুবলে পরে পাই না তীরই খুঁজে
এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আছে বলো?
এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আর আছে বলো?
গোটা পৃথিবীতে খুঁজো
আমার মতো কে তোমারে এত ভালোবাসে?
এই মনের ঘরে এসো
এ বুকেরই বাঁ-পাশেতে তোমার নামই জপে।
একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে?
তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে?
এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আছে বলো?
এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আর আছে বলো?
#lofimusic #lofisong #bangla gan #sadsongs
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: