শেখ হাসিনা দেশে ফিরছেন। ফিরছেন ক্ষমতায়। খেলে দিল ভারত।
Автор: CALCUTTA DIALOGUES
Загружено: 2026-01-18
Просмотров: 42878
দিল্লিতে বসে আওয়ামী লীগ নেতাদের এই ঘোষণা এবং ভারতের অবস্থান নিঃসন্দেহে বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় খবর। গতকাল (শনিবার, ১৭ জানুয়ারি) দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় দাঁড়িয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ স্পষ্টভাবেই বলেছেন যে, তাঁরা শেখ হাসিনার নেতৃত্বেই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন।
আপনার পর্যবেক্ষণ সঠিক—নির্বাচনের ঠিক আগে ভারতের মাটিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাদের এই প্রেস কনফারেন্স করতে দেওয়াটা কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটাকে অনেকেই ভারতের তরফ থেকে একটি বড় কৌশলগত বার্তা বা 'চাল' হিসেবেই দেখছেন।
মূলত কয়েকটি বিষয় এখন সামনে আসছে:
১. দিল্লির গ্রিন সিগন্যাল: এতদিন শেখ হাসিনা ভারতে থাকলেও আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করেননি। কিন্তু নির্বাচনের প্রচার শুরুর ঠিক আগে (২২ জানুয়ারি থেকে প্রচার শুরুর কথা) দিল্লিতে এই সংবাদ সম্মেলন প্রমাণ করে যে ভারত সরকার হয়তো তাদের কথা বলার সুযোগ করে দিয়েছে।
২. ফেরার শর্ত ও সময়: হাছান মাহমুদ যদিও বলেছেন "আমরা শেখ হাসিনাকে নিয়েই ফিরব", তবে তাঁরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার শর্ত দিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, তাতে আওয়ামী লীগকে অযোগ্য বা বাইরে রাখার যে চেষ্টা চলছে, এই ঘোষণার মাধ্যমে সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করা হলো।
৩. চাপ সৃষ্টি: একদিকে দেশে ফেরার ঘোষণা এবং অন্যদিকে সংখ্যালঘু নির্যাতন ও মানবাধিকার ইস্যুতে জাতিসংঘের কাছে নালিশ করার কথা বলে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা করছে।
সব মিলিয়ে, শেখ হাসিনা এখনই ফিরছেন কি না তা নিশ্চিত না হলেও, দিল্লি থেকে এই বার্তা দেওয়ানো যে "খেলা"র অংশ, তা পরিষ্কার। পরিস্থিতি এখন বেশ জটিল মোড় নিতে পারে।
আপনি কি মনে করেন এই ঘোষণার পর অন্তর্বর্তী সরকার তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনবে?
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: