Tumi ar deko na by Manna Dey || Modern song || Photomix
Автор: Sonabeej
Загружено: 2022-11-03
Просмотров: 1669790
Sonabeej/সোনাবীজ (খলিল মাহ্মুদ)-এর লেখা, সুর করা ও মিউজিক কম্পোজ করা কোনো গান কেউ গাইতে চাইলে খালি গলায় গেয়ে WAV/mp3 ফরম্যাটে [email protected]এ পাঠান। আপলোড করার যোগ্য হলে মিউজিক কম্পোজ করে ফটোমিক্স মিউজিক ভিডিও তৈরি করে এই চ্যানেলে আপলোড করা হবে।
Sonabeej/সোনাবীজ (খলিল মাহ্মুদ)-এর লেখা ও সুর করা কয়েকটি গানের লিংক :
১। রাজকুমারী - ও আমার সহেলিয়া। • O amar Sohelia, tomake ajo bhuli ni || Lyr...
২। আমি এই শহরের পথে পথে হাঁটি। • Ami ei shohorer pothe pothe hati || Lyric,...
৩। এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর। • Ei je nodi eke beke geche bohudur || Lyric...
৪। শহরের অলিগলি, যত রাজপথ। • Shohorer oligoli, joto rajpoth || Lyric, T...
৫। তুমি কোথায় আছো, কেমন আছো? • Tumi kothay acho, kemon acho || Lyric, Tun...
৬। তোমার কথা তোমার জন্য। • Tomar kotha tomar jonno || Lyric, Tune and...
৭। তুমি সখী সোনাপাখি। • Tumi sokhi sonapakhi || Lyric by Isiak || ...
৮। মনে আমার আগুন জ্বলে রে। • Mone amar agun jole re || Lyric and Music ...
৯। ওরে তুই নিঠুর কালা। • Ore tui nithur kala || Lyric, Tune and Mus...
১০। যে বেদনা দিয়েছিলে। • Je bedona diyechile || Lyric, Tune & Music...
১১। যত চাই ভুলে যেতে - শিল্পী : প্রকাশ। • Joto chai bhule jete by Prakash || Lyric a...
১২। সেই তুমি চলে গেছো - শিল্পী : মেহেদী। • Shei tumi chole gecho by Mehedi || Lyric a...
১৩। যত চাই ভুলে যেতে। • Joto chai bhule jete || Lyric, Tune and Mu...
১৪। এই মাটির দেহ, মাটিই হইব- ভার্সন-১। • Ei matir deho mati e hoibo || Lyric, Tune ...
১৫। হার মানো নি। • Har mano ni || Lyric, Tune and Music by Kh...
১৬। এই দিশেহারা মেঘ কোথায় চলেছে। • Ei dishehara megh kothay choleche - Lyric ...
১৭। মনে পড়ে, যখন বৃষ্টি পড়ে নিঝুম দুপুরে। • Mone pore - jokhon brishti naame || Lyric,...
১৮। সেই তুমি চলে গেছো। • Shei tumi chole gecho || Lyric, Tune and M...
১৯। ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়। • Bhalobasha dile naki bhalobasha pawa jay |...
২০। আজ দিনভর তাকিয়ে থাকবো। • Aj dinbhor takiye roibo || Lyric, Tune an...
--
এ চ্যানেলটি হলো আমার প্রিয় গানের সংগ্রহশালা; আমার মতো করে বানানো ভিডিওগুলো আপনাদের সাথেও শেয়ার করছি।
সব শিল্পীর কণ্ঠে সব গানই সমান মাধুর্যময় হয় না। যে গানটি কোনো এক শিল্পীর কণ্ঠে আমার সবচাইতে বেশি ভালো লাগে, আমি সাথে সাথে সেটা নিজের সংগ্রহে নিয়ে নিই। এ ছাড়া, বিরল এবং পুরোনো গান, যেগুলো হারিয়ে যাওয়ার পথে, এবং জনপ্রিয় সুরেলা গানগুলো আমি আমার সংগ্রহে তুলে রাখি। এভাবে, সেই রেডিও-অডিও-ক্যাসেট যুগ থেকে শুরু করে বহুবছর ধরে আমি আমার প্রিয় গানের একটা সংগ্রহশালা গড়ে তুলেছি। অডিও গানগুলোকে ফটোমিক্স কিংবা ভিডিও-ফটোমিক্স করে মিউজিক ভিডিও আকারে ইউটিউবে শেয়ার করছি।
এখানে উল্লেখ্য যে, যে-সব গানের একাধিক ভার্সন পাওয়া যায়, সেগুলোর মধ্য থেকে আমি সাধারণত সেরা ভার্সনটাই আমার সংগ্রহে রাখি; একাধিক উন্নত মানের ভার্সন হলে সবগুলোই আমার সংগ্রহে রেখে দিই। যে-সব গানের অডিওতে ত্রুটি রয়েছে, সেগুলো সংশোধন করার চেষ্টা করি। এজন্য একাধিক অডিও-ক্লিপ সংযোজনের প্রয়োজন পড়ে। অনেক চ্যানেল থেকে সেরা মানের অডিও নিয়ে থাকি এবং ভিডিওতে তাদের নাম উল্লেখ করে দিই; ভুলবশত বাদ পড়ে গেলে, আমাকে সূত্রসহ মনে করিয়ে দিলে মন্তব্যের ঘরে তাঁর/তাঁদের নাম জুড়ে দিব।
আমি গান খুব ভালোবাসি। সবসময় গান শুনতে ভালো লাগে। শুধু গানের ভেতর ডুবে থাকতে সাধ হয়। ফটোমিক্স-ভিডিওমিক্স মিউজিক ভিডিও নির্মাণ আমার খুব প্রিয় শখের একটা। বস্তুত, এটা আমার নেশার মতো। এ কাজটি আমাকে ক্রিয়েটিভিটির নির্মল আনন্দ দান করে।
এসব গানের সর্বস্বত্ব ও কৃতিত্ব এগুলোর মূল নির্মাতাদের কাছেই গচ্ছিত ও সংরক্ষিত। বাণিজ্যিকি কোনো উদ্দেশ্য নয় - গান, ছবি, কবিতা, এসব ভালো লাগে বলেই নিজের করে নিজের সংগ্রহে রাখি এবং অন্যদের সাথে শেয়ার করি। কারো কোনো আপত্তি থাকলে দয়া করে জানালে সেটা রিমুভ করবো কিংবা 'প্রাইভেট' করে নেয়া হবে।
গানের প্রতি আমার দরদ থেকেই এসব করছি। এসব গানের ছবিগুলো ইন্টারনেট থেকে নেয়া, কিছু ছবি আমার ফেইসবুক ফ্রেন্ড ও বন্ধুবান্ধবদের কাছ থেকে নেয়া; কিছু ছবি ও ভিডিও আমার নিজের করা। কিছু কিছু ভিডিওর জন্য জনপ্রিয় ছায়াছবির ভিডিও ফুটেজ বা জনপ্রিয় মিউজিক ভিডিও ব্যবহার করেছি; ওগুলোর সাথে গানের কনসেপ্টের মিল রাখার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে; তবে, মাঝে মাঝে নিছক একঘেঁয়ামি এড়ানোর জন্য, কিংবা ফান করার উদ্দেশ্যে এসব ছবি বা ভিডিও যোগ করা হয়েছে। প্রতিটি ভিডিওতে মূল ছবি, শিল্পী, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের নাম উল্লেখ করা হয়েছে। সবকিছুর কৃতিত্ব ও কপিরাইট মূল নির্মাতাদের।
Copyright belongs to the original creators/producers/up-loaders. All credits deserved by them. I love music, movies, funs, games, circus, and all; and so I collect/download and upload these materials in my own channel so that these remain within my easy reach and are never lost. I love to collect, compile and share the old days' good songs, which are on the verge of disappearing. I also collect and compile all the popular and melodious songs of all time. I have a collection of audio and and video songs of last few decades. I remake music videos on those audio or video songs with photographs and existing or new videos of my own. This is my passion which gives me immense pleasure of creativity. No commercial act is intended. If any one has any objection, may please notify me; those videos will be removed/made 'private'.
Footnote : This is a purely amateur channel, ie, this channel is not monetized.
বিনীত ফুটনোট : এটা একান্তই শৌখিন চ্যানেল, এতে অর্থ উপার্জনের কোনো সম্পৃক্ততা নেই, অর্থাৎ, এ চ্যানেলটি 'মানিটাইজ্ড' করা নয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: