আশাপুরের Viral রুটির সাথে মাংস মাত্র ৩৫ টাকা 😋
Автор: Manjarul QBLAST
Загружено: 2025-12-06
Просмотров: 70
আশাপুরের ভাইরাল রুটি–মাংস! মাত্র ৩৫ টাকায় এমন স্বাদের রুটি আর মাংস খাওয়ার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।
আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখবো এই দোকানের পুরো প্রস্তুত প্রক্রিয়া, রুটির নরমভাব, মাংসের স্পেশাল রেসিপি এবং কেন এত ভাইরাল হয়েছে এই জায়গাটি! 😋🔥
ভিডিওর শেষে চালু আছে Quiz Contest – অংশ নিলে জিতে নিতে পারেন
1st Prize: 300 টাকা
2nd Prize: 200 টাকা
3rd Prize: 100 টাকা
👉 অংশ নিতে ভিডিওটি ভালো করে দেখুন এবং প্রশ্নের উত্তর Comment Box–এ লিখে দিন।
📌 Location: আশাপুর হাট
📌 Category: Street Food Review / Vlog
ভিডিওটি ভালো লাগলে Like, Comment & Share করতে ভুলবেন না ❤️
আর নতুন নতুন Food Vlog ও Quiz Contest পেতে চ্যানেলটি Subscribe করুন 🔔
🏆 WINNER SELECTION RULES 🏆
1) যারা সঠিক উত্তর দেবে, তাদের একটি তালিকা তৈরি করা হবে।
2) সেই সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে Random Pick এর মাধ্যমে 1 জন বিজয়ী নির্বাচন করা হবে।
3) Random Pick কাগজে নাম লিখে ভিডিওতে দেখিয়ে করা হবে, যাতে সবকিছু ট্রান্সপারেন্ট থাকে।
4) বিজয়ীর নাম পরবর্তী ভিডিও তে ঘোষণা করা হবে।
5) ভিডিও আপলোড হওয়ার দিন থেকে পরের ২ দিন পর্যন্ত অংশগ্রহণের সময় থাকবে।
৩য় দিনে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
6) পুরস্কার (1st-300 টাকা,2nd-200 টাকা 3rd-100 টাকা ) UPI/Phone-pay/Paytm এর মাধ্যমে পাঠানো হবে।
7) এই কুইজ YouTube স্পন্সর করে না। এটি শুধুমাত্র বিনোদনমূলক উদ্দেশ্যে করা হচ্ছে।
#Ashapur
#StreetFood
#RutiMangsho
#35TakaFood
#BangladeshFoodVlog
#ViralRuti
#CheapFoodsBD
#LocalFoodReview
#FoodVlogBD
#MarketVlog
#ManjarulQBLAST
#QuizContestBD
#RutiMangshoReview
#BanglaVlog
#TastyFoodBD
Disclaimer:
এই ভিডিওটি শুধুমাত্র তথ্য, বিনোদন ও ভ্লগিং উদ্দেশ্যে তৈরি। এখানে দেখানো রেট, খাবার, মান, লোকেশন ইত্যাদি সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। ভিডিওতে উল্লেখিত Quiz Contest পুরোপুরি আমার ব্যক্তিগত আয়োজন—YouTube এর সাথে এর কোনো সম্পর্ক নেই।
দর্শকদের প্রতি অনুরোধ, ভিডিওতে প্রদর্শিত কোনো বিষয়কে বিভ্রান্তিকরভাবে ব্যবহার করবেন না।
এই ভিডিওতে ব্যবহৃত ছবি, দৃশ্য ও তথ্যের কপিরাইট সম্পূর্ণ ভিডিও নির্মাতার। অনুমতি ছাড়া পুনঃব্যবহার নিষিদ্ধ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: