AMAR PRANER RADHAR KON THIKANA — MANABENDRA MUKHOPADHYAY
Автор: Sankarsan Bandyopadhyay
Загружено: 2025-08-30
Просмотров: 604
AMAR PRANER RADHAR KON THIKANA
LYRICS : TARA SHANKAR BANDYOPADHYAY
MUSIC : JANNPRAKSH GHOSH
ARTIST IS : MANABENDRA MUKHOPADHYAY
আমার প্রানের রাধার কোন ঠিকানা
গীতিকার : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের
সুরকার : পন্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ
শিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায়
(আমার) প্রাণের রাধার কোন ঠিকানা,
কোন ভুবনে কোন ভবনে,
বলতে পারে কোন সজনী, কোন স্বজনে!
ঘুরে দেশে দেশান্তরে,
এলাম শেষে তেপান্তরে,
রাধার দেশে পেলেম না রে
শুধাইলাম জনে জনে!
হায় কি তারে পাবো না কো
দিশেহারা এই জীবনে!
মনের চকোর কেঁদে মরলো,
হায়, চাঁদ উঠেছে কোন গগনে!
প্রাণের কথার লিখনগুলি
লিখে নিয়ে তুলে রাখি!
ডাকঘরে হায় নিলে না কো,
ফিরে দিলে ডাকপিয়নে!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: