অপর্ণার ওপর রাজনন্দিনীর ছায়া ও ভাত-কাপড় অনুষ্ঠানে নতুন রহস্য!
Автор: Script Writer 1.0
Загружено: 2025-12-25
Просмотров: 68872
'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে এক রোমাঞ্চকর মোড়। কালরাত্রির আতঙ্ক কাটিয়ে অপর্ণা যখন নতুন জীবনে পা রাখতে চাইছে, তখনই রাজনন্দিনীর অতৃপ্ত আত্মা তাকে ঘিরে ধরে। ভাত-কাপড় অনুষ্ঠানের সকালে মানসীর অপমানের কড়া জবাব দিয়ে সবাইকে চমকে দেয় অপর্ণা। অন্যদিকে, আর্য বুঝতে পারে অপর্ণার আচরণের পেছনে কোনো এক অদৃশ্য শক্তি কাজ করছে। হঠাৎ কেন অপর্ণা বাপের বাড়ি যাওয়ার জেদ ধরল? মিনা ম্যাডাম কি পারবে অপর্ণা আর আর্যর দূরত্ব বাড়াতে? সব মিলিয়ে টানটান উত্তেজনাপূর্ণ হতে চলেছে আগামী পর্বটি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: