“দীপু নাম্বার টু” এর ছোট্ট তারিক এখন | Dipunumber2 | The News
Автор: The News bd
Загружено: 2024-03-10
Просмотров: 365039
শৈশব কৈশোরের সিনেমা ‘দীপু নাম্বার টু’। মুহাম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস, চলচ্চিত্রে রূপায়ন করেছেন খ্যাতিমান নির্মাতা মোরশেদুল ইসলাম। ওই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন কিশোর অরুণ সাহা। এছাড়া অন্যতম চরিত্র, তারিকের ভূমিকা অভিনয় করেন শুভাশিষ রায়।
সেই তারিকের খোঁজে বের হয়েছিল দ্য নিউজ টিম । কেমন আছেন তিনি? ছোট্ট তারিক আজ কত বড় হয়েছেন? কিইবা করছেন! তা জানাবো এই প্রতিবেদনে।
একটি চরিত্র কতটুকু শক্তিশালী হলে, নিজের নাম ছাপিয়ে চরিত্রের নামে পরিচিতি পায়। তেমনই এক চরিত্র, ‘দীপু নাম্বার টু’ সিনেমার তারিক। ছোট্ট তারিক আজ অনেক বড় হয়েছেন। গড়ে তুলেছেন বেসরকারি সংস্থা একমাত্রা সোসাইটি।
পথশিশুদের নিয়ে কাজ করেন তারিক ওরফে শুভাশিষ। ময়মনসিংহের হালুয়াঘাটে গড়ে তুলেছেন পথশিশুদের জন্য আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।
বেসরকারি সংস্থা পরিচালনার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করছেন শুভাশিষ। অভিনয়ের চেয়ে নির্মাণে আগ্রহ বেশি তাঁর। ‘কাটুস কুটুস’ নামে এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসাও কুড়িয়েছিলেন। নতুন একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। শুরু করেছেন প্রি-প্রোডাকশনের কাজ।
দ্য নিউজের সঙ্গে একান্ত আলাপে উঠে আসে ‘দীপু নাম্বার টু’ সিনেমায় যুক্ত হবার নেপথ্যের গল্প। নবম শ্রেণিতে পড়াকালীন, কালজয়ী এই সিনেমায় সুযোগ পান বর্তমানের মাঝবয়সী শুভাশিষ। শেয়ার করেন, শুভাশিষ কিভাবে তারিক হলো, সেসব অজানা কথা।
কথার ফাঁকে উঠে আসে দীপু ওরফে অরুণ রায় এর গল্প। শুভাশিষ জানান, দীপু এখন দেশের বাইরে থাকেন। দেশে এলে একসঙ্গে বসার চেষ্টা করেন দীপুবাহিনী।
শুভাশিষ রায় একমাত্রা সোসাইটির নির্বাহী পরিচালক। রাজধানীর বনানী ডিওএইচএস অফিসে সংস্থার কাজকর্ম পরিচালনা করেন। এখন আর শিশুতোষ চলচ্চিত্রে অভিনয় করবার সুযোগ নেই শুভাশিষের। তবে, এমন কালজীয় সিনেমা নির্মাণের আকাঙক্ষায় প্রহর গুণছেন তারিক।
বিস্তারিত জানতে ভিজিট করুন :
/ todaythenews
/ thenews24digital
Website : https://www.thenews24.com
YouTube: / @thenewsentertainment-bd
YouTube: / @thenews_bd
The News সব খবর এখানেই...
The News in a nutshell:
This is one stop news and entertainment service. We provide nonstop news and entertainment through our multiple YouTube
channels, where contents uploaded daily for viewers worldwide.
Note: If you wish to share this video, please embed the link and share the original source. Please avoid methods of copying or duplicating the content, and help us support anti-piracy measures in every possible way. Thank you!
Team The News
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: