লোকেরপাড়া ইউনিয়নে পূনরায় চেয়ারম্যান প্রার্থী শরীফ হোসেন এর মতবিনিময় সভা
Автор: Ghatail Media
Загружено: 5 дек. 2021 г.
Просмотров: 1 149 просмотров
পূনরায় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শরীফ হোসেন এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঘাটাইলের ৪নং লোকেরপাড়ার ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শরীফ হোসেন এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় রুপেরবয়রা প্রবীণ আওয়ামীলীগ নেতা কাদের মেলেটারির বাড়িতে
চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শরীফ হোসেন এলাকাবাসীর সাথে এ মতবিনিময় সভা করেন।
ওয়ার্ড আওমীলীগের সিনিয়র সহসভাপতি ইমান আলীর সভাপতিত্বে মোহাম্মদ শরীফ হোসেন পূনরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন ও ভোট কামনা করলে উপস্থিত সকলেই তার প্রতি সমর্থন জানান।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারন সম্পাদক আলতাব হোসেন, সহসভাপতি আবু হানিফ তালুকদার, বেল্লাল হোসেন খান, জাকির হোসেন বাবু, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাভাপতি মো:জুরান ও সাধারণ সম্পাদক মো: সানোয়ার হোসেন, জাতীয় পার্টির সভাপতি জাফর হোসেন, স্থানীয় বিএনপি নেতা তারা মাতাব্ব, রামু বসু, খোদাবক্স, হাসেন সরদার, ফজর আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শরীফ গতবার যখন চেয়ারম্যান হয়েছে তখন ওর বয়স খুব কম ছিলো। ওর বাবার সম্মানে সম্মানিত হয়েছিলো। এবার শরীফ অভিজ্ঞতার আলোকে অভিজ্ঞ হয়ে মাঠে নেমেছে। গতবার ওর কিছু ভুল ছিলো যে ভুলের জন্য শরীফ প্রতিটা মিটিংয়ে সকলের কাছে ক্ষমা চেয়েছে। আমরাও ওকে ক্ষমা করে দিয়েছি। কারন ওর ভুলগুলো ক্ষমার অযোগ্য ছিলো না। তবে আমরা আশা করবো শরীফ আগামীতে ওই সকল ভুল আর করবে না। শরীফের প্রতিপক্ষরা কোটি কোটি টাকার মালিক হতে পারে কিন্তু শরীফের বাবা সাবেক চেয়ারম্যান মরহুম ইদ্দিস আলীর যে সম্মান এখনো পুরো ইউনিয়নে রয়েছে তা কোটি টাকা দিয়েও তারা কিনতে পারবে না। পাসটির্কির মানুষ কখনো এলাকার সাথে বেঈমানি করেনি। করবেও না। ইনশাআল্লাহ আমরা আবারো শরীফকে বিপুল ভোটে বিজয়ী করে নৌকার মান রাখবো। শেখ হাসিনার মান রাখবো। বঙ্গবন্ধুর মান রাখবো।
চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শরীফ হোসেন বলেন, আমি গত ৫টি বছর আপনাদের খাদেম হয়ে কাজ করেছি। আমি জানি আমার ইউনিয়নের কোথায় কি কমতি রয়েছে। কোথায় উন্নয়নের ছোঁয়া লেগেছে এবং কোথায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। আপনারা যদি পূনরায় চেয়ারম্যান হিসেবে আমাকে বিজয়ী করেন তবে আমি এই ইউনিয়নের সেই সকল দূর্ভোগসহ সবধরনের সমস্যা দূরীকরণে ইউনিয়নবাসীর খাদিম হয়ে সেবা করবো ইনশাআল্লাহ। আমি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশী।
তিনি আরো বলেন, আপনারা জানেন আমার এক প্রতিপক্ষ হঠাৎ রাজনীতিতে এসেই চেয়ারম্যান হওয়ার আশায় লাখ লাখ টাকা খরচ করে ভোট কেনার চেষ্টা করছেন। তবে আমি লক্ষ করেছি তিনি কোটি টাকা খরচ করেও শতাধিক কর্মী বানাতে পারেনি। আর আমি হাজার টাকা খরচ না করেও আপনাদের এত এত ভালোবাসা দেখে বিজয়ের স্বাদ অনুভব করছি। আমি বিশ্বাস করি আপনারা কারো রক্তচক্ষু এবং টাকার কাছে পরাজিত হবেন না। আমি আপনাদের কথা দিচ্ছি আমি পূনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়ে এই ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস মুক্ত করে সুন্দর, পরিছন্ন ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করবো।
উক্ত মতবিনিমিয় সভায় সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: