গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন নিয়ে ভিডিও প্রামান্যচিত্র || Gunaighar with South Union Video Documentary.
Автор: Shahin Entertainment
Загружено: 2022-03-14
Просмотров: 5266
#Bangladesh #Comilla #Debidwar,
এ যেন শিল্পীর রংতুলির আঁকা গ্রামীন জীবন। আঁকাবাঁকা মেঠোপথ আর অবারিত সবুজ মাঠ। মাঠের সঙ্গে মিশে আছে কৃষকের রক্ত আর ঘাম জড়ানো মৃদু হাসি। গুনাইঘর দক্ষিন ইউনিয়ন এমনই একটি গ্রাম। প্রকৃতির আচরণের সাথে তাল মিলিয়ে চলে এ গ্রামের জীবনযাত্রা। রোদ, বৃষ্টি, ঝড়, বর্ষা সবকিছুর সাথেই এ গ্রামের জীবনযাত্রার রয়েছে নিবিড় সম্পর্ক। ঋতু বদলের সাথে সাথে বদলায় এ গ্রামের রং, রুপ, লাবণ্য। শিক্ষা সংস্কৃতির লীলাভূমি দেবিদ্বার উপজেলার পশ্চিমাংশে গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের অবস্থান। এর উত্তরে গুনাইঘর উত্তর ইউনিয়ন ও দেবিদ্বার পৌরসভা, পূর্বে দেবিদ্বার পৌরসভা ও এলাহাবাদ ইউনিয়ন, দক্ষিণে ধামতী ইউনিয়ন এবং দক্ষিণ-পশ্চিমে রাজামেহার ইউনিয়ন এবং উত্তর-পশ্চিমে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন অবস্থিত। ১৪.৫০ বর্গ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নে মোট কৃষি জমির পরিমান ৩,৪৮৩.২৭ বর্গমাইল। এ ইউনিয়নে মোট জনসংখ্যা রয়েছে ৩৮,২৭৫ জন, এর মধ্যে পুুরুষ ২০হাজার ১১৯ জন এবং নারী রয়েছে ১৮ হাজার ১৫৬ জন। ৬০ শতাংশ শিক্ষার হারের এই ইউনিয়নে রয়েছে ২টি উচ্চ বিদ্যালয়, ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬টি মাদরাসা, ১৯ টি মসজিদ, ১ মন্দির। এই ইউনিয়নে রয়েছে ৪টি হাটবাজার। হাটবাজারগুলো হলো মাশিকাড়া, পদ্মকোট, বল্লভপুর এবং হাফুরখাড়া। ৯টি মৌজার এই গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে রয়েছে ১২টি গ্রাম। গ্রামগুলো হলো, হাফুরখাড়া, বল্লভপুর, মুধুমোড়া, উজানীকান্দি, উজানীজোড়া, পদ্মকোট, কাশারিখোলা, গণেশপুর, মাশিকাড়া, শাকতলা, বনকোট এবং দক্ষিণ পোনরা। এ জনপদের অধিকাংশই মানুষই কৃষি ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল। তবে অন্যান্য পেশার মানুষও রয়েছে। এখানে রয়েছে ১টি সরকারি স্বাস্থ্য উপকেন্দ্র ও ৩টি কমিউনিটি ক্লিনিক। রয়েছে মনোয়ারা-মজিদ ফাউন্ডেশন পরিচালিত একটি প্রবীন হাসপাতাল। এ জনপদের যোগাযোগ ব্যবস্থায় রয়েছে ৩৫ কিলোমিটার কাঁচা সড়ক এবং ১০কিলোমিটার পাকা সড়ক। এই ইউনিয়নে জন্মগ্রহন করেছেন অসংখ্য গুনিজন। এর মধ্যে রয়েছে সাবেক অর্থ উপমন্ত্রী ও সংসদ সদস্য বরেণ্য রাজনীতিবিদ এএফএম ফখরুল ইসলাম মুন্সি। এছাড়াও দেবিদ্বারের বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ১৯৭৯ সালের ৫ আগস্ট এই ইউনিয়নের বনকোট গ্রামের জন্ম গ্রহন করেন। তাঁর বাবার নাম এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী এবং মায়ের নাম রাকিবা বানু। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার দেবিদ্বার থেকে পর পর দুই বার “সংসদ সদস্য” হিসাবে নির্বাচিত হন। পিবিআইয়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিশিষ্ট শিল্পপতি রোশন আলী মাস্টার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিশিষ্ট রাজনীতিবিদ এএফএম তাকে মুন্সি, মনোয়ারা মজিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোখলেুছুর রহমান মুন্সি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক ড. মো. সামছুল হক, আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট আবুল বাসার, কাস্টমস কমিশনার আবদুল আজীজ সরকার, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ুন কবীরসহ এ ইউনিয়নে অসংখ্য গুনিজন জন্মগ্রহন করেছেন। সব মিলিয়ে গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন যেন অপরুপ সৌন্দর্যে ভরপুর আবহমান গ্রাম বাংলার আসল রুপ।
#Gunaighar with South Union Video Documentary
#গ্রামীণ ভিডিও
#গ্রামীণ জীবন
#গ্রামীণ ভিডিও
#গুনাইঘর দক্ষিন ইউপি
#দেবিদ্বার উপজেলা
#ড্রোনে গ্রামের ভিডিও
#সময় সংবাদ
#নিউজ যুমনা টিভি
#Video Documentary
#Rural style
#গ্রামের মানুষ
#ডা.ফেরদৌস খন্দকার
#ডিবিসি সংবাদ
#Video about the village
#দিঘী
#গ্রামের পথে
#গ্রামীণ মিউজিক
#dr ferdous
#news today
#new natok 2022
#new york
#bangla music
#no capiright
#no copyright music
#no copyright background music
#no copyright sounds
#ntv live
#maasranga tv
#গ্রামের বধু
#পারসোনাল_ইনফোরমেশন
..............................................
Shahin Alam (Journalist)
Debidwar, Comilla.
Facebook link- / shahinlove143
WhatsApp No. 01829-90 89 14
Thank you For Watching Video
Plz .. LIKE || COMMENT || SHARE || SUBSCRIBE!
আপনি ভিডিওটি দেখেছেন, আমার পরিশ্রম সার্থক হয়েছে । আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে অপেক্ষায় থাকুন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: