২৯ বছরের ইমামের রাজকীয় বিদায়, আবেগঘন সংবর্ধনা দিল তরুণ ও প্রবাসীরা
Автор: Doinik Feni
Загружено: 2025-12-12
Просмотров: 74
দীর্ঘ ২৯ বছরের ইমামের রাজকীয় বিদায়, আবেগঘন সংবর্ধনা দিল তরুণ ও প্রবাসীরা
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর দোস্ত মোহাম্মদ মিয়াজি জামে মসজিদের দীর্ঘ ২৯ বছরের ইমাম ও খতিব মাওলানা আবু বক্কর সাহেবকে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৮ নভেম্বর, ২০২৫, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে তিনি তার দীর্ঘদিনের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন।
এলাকার সমাজ প্রতিনিধিদের পক্ষ থেকে বিদায় আয়োজনটি প্রত্যাশিতভাবে সুন্দর না হওয়ায়, স্থানীয় তরুণ, যুব সমাজ, প্রাক্তন ছাত্র ও প্রবাসীরা স্ব-উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন।
মাওলানা আবু বক্কর সাহেবের বিদায়কে স্মরণীয় করে রাখতে আয়োজকরা এক অভূতপূর্ব উদ্যোগ গ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রবেশের পূর্বে তাকে ঘোড়াগাড়িতে বসিয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করানো হয়। এলাকার ধর্মপ্রাণ মানুষ ও শিক্ষার্থীরা এই ঘোড়াগাড়ি র্যালিতে অংশ নিয়ে তাদের প্রিয় ওস্তাদজীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
২-৩-১৯৭২ সালে শিবপুর গ্রামের এক ধর্মপ্রাণ পরিবারে জন্মগ্রহণ করা মাওলানা আবু বক্কর সাহেব প্রাথমিক শিক্ষা শেষে 'লস্কর হাট ইসলামীয়া আলিম মাদ্রাসা' থেকে দাখিল (১৯৮৭) ও আলিম (১৯৮৯) পাস করেন। পরবর্তীতে ফেনী আলিয়া মাদ্রাসা থেকে তিনি ফাজিল (১৯৯১) ও কামিল (১৯৯৩) সম্পন্ন করেন।
১-১-১৯৯৬ সালে তিনি শিবপুর দোস্ত মোহাম্মদ মিয়াজি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মজীবন শুরু করেন। শুরুতে তিনি মসজিদ থেকে কোনো সম্মানী না নিয়ে বরং মসজিদের জমিতে নিজে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। গত চার বছর ধরে তিনি ৪ হাজার টাকা সম্মানী গ্রহণ করতেন। এলাকাবাসীর প্রতি তার ভালোবাসা, ধৈর্যশীলতা এবং আন্তরিক ব্যবহার তাকে সকলের কাছে অত্যন্ত সম্মানিত করে তোলে।
অনুষ্ঠানে মাওলানা সাহেবের হাতে শ্রদ্ধাঞ্জলি হিসেবে ৫লক্ষ ১৪ হাজার৭শত টাকার ব্যাংক চেক, ক্রেস্ট, উপহার সামগ্রী এবং বিপুল অঙ্কের নগদ অর্থ তুলে দেওয়া হয়। তার দীর্ঘদিনের কর্মজীবনের প্রতি সম্মান জানিয়ে প্রাক্তন ছাত্র, তরুণ সমাজ এবং প্রবাসীরা এই উদ্যোগ নেন।
আবেগাপ্লুত কণ্ঠে প্রাক্তন ছাত্ররা স্মৃতিচারণ করে বলেন, "তিনি কেবল আমাদের কোরআন শিখিয়েছেন তা নয়, তিনি আমাদের আদর্শ মানুষ হওয়ার পথেও পথ দেখিয়েছেন। উনার বিদায় আমাদের জন্য গভীর কষ্টের।"
সংবর্ধনা শেষে মাওলানা আবু বক্কর সাহেব তার বক্তব্যে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের জন্য দোয়া করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, মাওলানা সাহেবের এই দীর্ঘদিনের খেদমতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তার ত্যাগকে সম্মান জানাতেই এই আয়োজন।
#feninews #news #ইমাম
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: