Warrant of Precedence | ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সে বিচারকদের নিয়ে কী বলা হয়েছে আপিল বিভাগের রায়ে?
Автор: LawTubeBD
Загружено: 2025-01-12
Просмотров: 10861
“ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স” কথাটি সর্বসাধারণের নিকট খুব একটা পরিচিত না হলেও রাষ্ট্রীয় আচার ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে আবশ্যকীয়ভাবে অনুসৃত হয় ১৯৮৬ সালে প্রণীত ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স নামক নীতিমালাটি। কিন্তু এই ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স বলতে কী বোঝায়; কোন কোন পদাধিকারীদেরকে স্থান দেওয়া হয়েছে ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সে?; ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারক এবং জেলা জজদের অবস্থান কত নম্বর ক্রমিকে?; ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স বিষয়ক “মো. আতাউর রহমান বনাম বাংলাদেশ” মামলায় বিচারকদের অবস্থান নিয়ে কী বলেছেন আপিল বিভাগ? Ñ এই সকল বিষয়ে বিস্তারিত জানেন না অধিকাংশই। এই বিষয়টি উপলব্ধি করেই আমরা নির্মাণ করেছি ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স শীর্ষক এই এপিসোডটি। আমরা আশা করি, আমাদের এই পরিবেশনা থেকে সকলেই এই বিষয়ে পেয়ে যাবেন একটি পরিস্কার ধারণা। এপিসোডটি গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
#LawTubeBD #warrantofprecedence #ওয়ারেন্টঅফপ্রিসিডেন্স #warrant #precedence #legaleducation #lawstudents
আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
/ @lawtubebd
আমাদের ফেসবুক পেইজঃ / lawtubebd
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: